আগ্রা: অযোধ্যা, বারাণসীর ও মথুরার পর এবার ফতেপুর সিক্রি (Fatehpur Sikri dargah Case)। সেখানে অবস্থিত সেলিম চিস্তির দরগার (Dargah of Salim Chishti) নিচে হিন্দু দেবী মা কামাখ্যার মন্দির (Kamakhya temple) রয়েছে বলে দাবি জানিয়ে আদালতে মামলা করলেন এক আইনজীবী। আগ্রার (Agra) একটি দেওয়ানি আদালত অজয় প্রতাপ সিং নামে ওই আইনজীবীর দায়ের করা মামলাটি গ্রহণ করেছে।


এপ্রসঙ্গে ওই আইনজীবী জানান, ফতেপুর সিক্রিতে থাকা সেলিম চিস্তির দরগাটি আসলে মা কামাখ্যার মন্দির ছিল। আর তার পাশে থাকা মসজিদটি তৈরি হয়েছে মন্দির চত্বরেই। বর্তমানে বিতর্কিত ওই জমিটি আর্কিলজিক্যাল অফ ইন্ডিয়ার পর্যবেক্ষণে রয়েছে।


ফতেপুর সিক্রি যে মোগল সম্রাট আকবর তৈরি করেছিলেন সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে অজয় প্রতাপ সিং নামে ওই আইনজীবী আরও দাবি করেছেন, বাবরনামাতে ওই জায়গার নাম সিক্রি বা বিজয়পুর সিক্রি বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি ওই জায়গার অতীতের ঐতিহ্যের কথাই মনে করিয়ে দেয়। নিজের দাবির স্বপক্ষে পুরাতত্ত্ব বিভাগের পেশ করা রিপোর্টের কথাও উল্লেখ করেন তিনি। এপ্রসঙ্গে প্রাক্তন সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট ডিবি শর্মা যে ওই বিতর্কিত জমিতে খনন কার্য চালিয়ে ছিলেন তার কথা জানান। ওই খনন কার্যের সময় দরগা চত্বরের বিভিন্ন জায়গায় যীশুখ্রিস্টের জন্মের হাজার বছর পরে তৈরি হওয়া হিন্দু ও জৈন ধর্মের বিভিন্ন পুরাকীর্তি পাওয়া গেছে বলে দাবি করেন। পাশাপাশি বিট্রিশ অফিসার ই বি হাউওয়েলও যে বিতর্কিত ওই জমির দেওয়াল এবং ছাদ হিন্দু পুরাকীর্তির উদাহরণ বলে উল্লেখ করেছিলেন সেই প্রসঙ্গ টেনে আনেন।


ঐতিহাসিক উদাহরণে কথা উল্লেখ করে অজয় প্রতাপ সিংয়ের দাবি, খানওয়া যুদ্ধের সময় সিক্রির রাজা রাও মহাদেব ওই স্থানে থাকা মন্দির থেকে নিরাপত্তার জন্য মা কামাখ্যার মূর্তিটি সরিয়ে নিয়ে গেছিলেন গাজিপুরে। তারপর থেকেই মন্দিরটির পরিচয় পরিবর্তন হতে শুরু করে। আইন অনুযায়ী, যদি কোনও পরিকাঠামো মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে তার প্রকৃতি পরিবর্তন করা যায় না।


অজয় প্রতাপ সিংয়ের দায়ের করা মামলাটি গ্রহণ করে ইতিমধ্যে নোটিস জারি করার নির্দেশ দিয়েছেন আগ্রার দেওয়ানি আদালতের বিচারক মৃত্যুঞ্জয় শ্রীবাস্তব। ওই আইনজীবী ছাড়াও এই মামলাটির বাদী পক্ষে রয়েছে অষ্ঠান মাতা কামাখ্যা, আর্য সংস্কৃতি সংরক্ষণ ট্রাস্ট, যোগেশ্বর শ্রী কৃষ্ণ সাংস্কৃতিক গবেষণা ইনস্টিটিউট ট্রাস্ট ও ক্ষত্রিয় শক্তিপীঠ বিকাশ ট্রাস্ট। অন্যদিকে বিবাদী পক্ষে রয়েছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল বোর্ড এবং সেলিম চিস্তি দরগা ও জামা মসজিদের ম্যানেজমেন্ট কমিটি।


প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও অজয় প্রতাপ সিং জামা মসজিদের সিঁড়ির নিচে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি পুঁতে রাখা রয়েছে বলে দাবি জানিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rahul Gandhi: 'প্রথমবার মানুষের সামনে আম্বানি, আদানির নাম নিলেন, একটু ভয় পেয়েছেন কী ?' প্রধানমন্ত্রীকে পাল্টা রাহুলের