শুক্রবার যেখানে আগুন লেগেছিল, তার উল্টোদিকে ২০০ মিটারের মত দূরে এলআইসি বিল্ডিং। গতকাল রাত ৩টে নাগাদ ২২ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সাততলা বাড়িটির চারতলায় ক্যান্টিনে আগুন লাগে। সেখানে ঘুমিয়েছিলেন ক্যান্টিন কর্মীরা। প্রায় আধঘণ্টা আটকে থাকার পর, ফায়ার এক্সিট দিয়ে ঢুকে তাঁদের উদ্ধার করে পুলিশ। ক্যান্টিন কর্মীদের মধ্যে এক মহিলা সহ তিনজন অগ্নিদগ্ধ হন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মহিলার অবস্থা আশঙ্কাজনক।
বহুতলের কর্মীরা জানিয়েছেন, বিকট আওয়াজের পর চারতলার কয়েকজন কর্মীর চিৎকার শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ১০০ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তারা। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্যান্টিনে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করছে তারা। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল।
এর আগে শুক্রবার সাত সোয়া দশটা নাগাদ আগুন লাগে ২১ নম্বর গণেশচন্দ্র অ্যাভেনিউয়ের মিটার ঘরে, ছড়িয়ে পড়ে আটতলা পর্যন্ত। বাড়িতে ৪৩টি পরিবার থাকত, সকলে ছাদে উঠে যান। হুড়োহুড়িতে এক কিশোর ছাদ থেকে পড়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় সে। বন্ধ শৌচাগার থেকে উদ্ধার হয় দমবন্ধ হয়ে মৃত এক বৃদ্ধার দেহ। এছাড়া কম বেশি অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন।