নয়াদিল্লি :  পাকিস্তানের বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, এত জেরে বাতিল করা হয়েছে সব উড়ান। কোনও বিমান ওঠানামা করছে না লাহৌর বিমানবন্দর থেকে। 

জানা গিয়েছে, পাকিস্তান সেনার একটি বিমান লাহৌর বিমানবন্দরে অবতরণ করছিল। সে সময় বিমানের টায়ারে আগুন ধরে যায়। আগুন দেখেই ছড়ায় আতঙ্ক। ভয়ে ছোটাছুটি করতে শুরু করে মানুষ। বন্ধ করে দেওয়া হয় সব উড়ান।  আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের গাড়ি আনা হয়। ঘটনার পর রানওয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে বিশেষ অ্যাডভাইসরি জারি করল DGCA. নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে ছাড়া আন্তর্জাতিক উড়ানগুলিকে দীর্ঘসময় ধরে উড়তে হচ্ছে। পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এই ভোগান্তি। উড়ান পরিষেবা নিয়ে যাত্রীদের কাছে যথাযথ তথ্য পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে DGCA. 

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে জলে , স্থলে, অন্তরীক্ষে ভারতের সামরিক তৎপরতা এখন তুঙ্গে!  ওদিকে ভারতের সমরসজ্জায় ভীত পাকিস্তান পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে! করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পাক সরকার।  সূত্রের খবর, পাকিস্তানের ন্য়াশনাল সিকিওরিটি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বালুচিস্তানের যুদ্ধবিমানের স্কোয়াড্রনকে ভারতীয় সীমান্তে মোতায়েন করা হবে। বিভিন্ন জায়গা থেকে পাক সেনার বিভিন্ন রেজিমেন্টকেও সীমান্তে একজোট করা হচ্ছে। সূত্রের খবর, রাওয়ালপিণ্ডিতে পাক সেনাবাহিনীর ১০ নম্বর কোরের যে সদর দফতর রয়েছে তাকে সতর্ক থাকতে বলেছেন পাক সেনাপ্রধান। আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছাকাছি গুজরানওয়ালায় রয়েছে পাক সেনাবাহিনীর শিয়ালকোট ডিভিশনের সদর দফতর। তাকও সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতের একের পর এক কড়া পদক্ষেপে ভীত-সন্ত্রস্ত পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই পাকিস্তানের একটি সামরিক বিমানের টায়ারে আগুন লেগে যায় শনিবার।