নয়াদিল্লি: বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। প্রেমিকা শীতল ঠাকুরের (Shital Thakur) সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি। কত অনুরাগীর মন ভেঙে 'প্রেম দিবস'-এই (Valentine's Day) সই করে বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এরপর গতকাল অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। 


ট্যুইটারে শীতল ঠাকুরেরই এক আত্মীয় বিয়ের প্রথম ছবি পোস্ট করেন। ছবিতে বিয়ের মণ্ডপে বর-কনে অ্রর্থাৎ বিক্রান্ত ও শীতলকে বসে থাকতে দেখা যায়। সাদা রঙের শেরওয়ানি, গোলাপি পাগড়িতে সেজেছিলেন ৩৭ বছরের অভিনেতা। আর তাঁর প্রেমিকা শীতল ঠাকুরের পরনে ছিল লাল রঙের লহেঙ্গা। সদ্য বিবাহিত দম্পতির ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেট নাগরিকরা। কিন্তু কে এই শীতল ঠাকুর? জানেন কি? 


শীতল ঠাকুর, যিনি সকলের প্রিয় বিক্রান্তের মন জয় করেছেন, পেশায় একজন অভিনেত্রী ও মডেল। হিমাচল প্রদেশের ধর্মশালায় ১৯৯১ সালের ১৩ নভেম্বর জন্ম নেন শীতল। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বইয়ে পা রাখেন তিনি। 


আরও পড়ুন: Action Films: 'বচ্চন পাণ্ডে' থেকে 'কেজিএফ ২', ৭ সপ্তাহে বক্স অফিস কাঁপাবে ৫ অ্যাকশন ছবি


২০১৮ সালে বিক্রান্তের সঙ্গে তিনি 'ব্রোকেন বাট বিউটিফুল' (Broken But Beautiful) ওয়েব সিরিজে অভিনয় করেন। এছাড়া তিনি একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন যেমন 'আপস্টারস', 'ব্রিজ মোহন অমর রহে', 'ছপ্পড় ফাড় কে'। 


ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ বিক্রান্ত মেসি। 'বালিকা বধূ', 'ধুম মাচাও ধুম', 'ধর্মবীর' এবং আরও বেশ কিছু ছোট পর্দার ধারাবাহিক ও শোয়ে দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দাতেও একাধিক কাজ করেছেন। 'লুটেরা', 'দিল ধড়কনে দো', 'এ ডেথ ইন দ্য গুঞ্জ', 'হাফ গার্লফ্রেন্ড', 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'ছপক', 'হাসিন দিলরুবা', এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত।


অন্যদিকে কাজের ক্ষেত্রে, বিক্রান্তের 'লভ হস্টেল' সানিয়া মলহোত্রর সঙ্গে মুক্তির অপেক্ষায়। পরিচালনায় শঙ্কর রমন। মুখ্য ভূমিকায় থাকবেন ববি দেওলও। ২৫ ফেব্রুয়ারি এই সিরিজটি মুক্তি পাওয়ার কথা।