তিরুবনন্তপুরম: ফের নৃশংস কাণ্ড কেরলে। এবার চিতাবাঘ মেরে তার মাংস খাওয়ার অভিযোগ উঠল ৫ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে কেরলের বন দফতর।
ঘটনা ইদুক্কি জেলার মানকুলামে ঘটনাটি ঘটেছে। গোটা এলাকা বনাঞ্চল দিয়ে ঘেরা। পুলিশ সূত্রে খবর, বিনোদের নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের মাংস রান্না করে খাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১০ কেজি রান্না না হওয়া চিতাবাঘের মাংস, তার গায়ের ছাল ও দাঁত বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে ১৯৭২ সালে তৈরি হওয়া বন্যপ্রাণ নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ৬ বছর বয়সি চিতাবাঘকে অভিযুক্তরা প্রথমে মারা হয়। তারপর তাদের রান্না করা হয়। ধৃতদের প্রত্যেকের বাড়ি মানকুলাম এলাকায়। অভিযুক্তদের ৫ জনের নাম ভিপি কুরিয়াকোসে, সালি কুঞ্জাপ্পান, সিএস বিনু, ভিনসেট, বিনোদ পিকে। পুলিশ জানিয়েছে, রান্না করা মাংস পুরোটা খেতে পারেনি তাঁরা। তাই নদীতে মাংস ফেলে দেয়।
বন দফতর জানিয়েছ, কয়েকদিন আগে বিনোদ ও কুরিয়োকোসে কেরলের মানকুলারের কাছে অবস্থিত মুনিপারা জঙ্গল থেকে ১০০ মিটার দূরে একটি ব্যক্তিগত জমিতে ফাঁদ পেতে ছিল। পুলিশ সূত্রে খবর, ওই চিতাবাঘটি বিনোদের একটি ছাগলকে মেরেছিল। সেই রাগে ফাঁদে ফেলে তাকে হত্যা করে খেয়েছে বলে জানায় বিনোদ ও বাকি অভিযুক্তরা।
উল্লেখ্য, নৃশংসতা নজির এর আগেও দেখা গিয়েছে ঈশ্বরের আপন দেশ কেরলে। গত বছর সেপ্টেম্বর মাসে ইদুক্কি জেলার মুন্নারে চিতাবাঘকে খুন করার ঘটনা সামনে এসেছিল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানায় ওই চিতাবাঘ তার গরুকে মেরেছিল। সেই প্রতিশোধ নিতেই এই কাজ করেছে সে। কয়েকমাস আগে গর্ভবতী একটি হাতিকে বাজি ভরতি আনারস খাইয়ে নির্মমভাবে হত্যা করা হয় কেরলে। এই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
ফের নৃশংসতার নজির কেরলে, চিতাবাঘ মেরে মাংস খাওয়ার অভিযোগে গ্রেফতার ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 08:59 AM (IST)
ইদুক্কি জেলার মানকুলামে ঘটনাটি ঘটেছে। গোটা এলাকা বনাঞ্চল দিয়ে ঘেরা। পুলিশ সূত্রে খবর, বিনোদের নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের মাংস রান্না করে খাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে যায় পুলিশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -