শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ৫ সন্ত্রাসবাদীকে খতম করে ফের পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনকে জোর ধাক্কা দিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। নিহত জঙ্গিদের মধ্যে হিজবুলের এক শীর্ষ কমান্ডার আছে বলে খবর। সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে ওই ৫ জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। হিজবুলের মাথা রিয়াজ নাইকু এনকাউন্টারে নিহত হওয়ার পর আবার নিরাপত্তাবাহিনী এমন বড় সাফল্য পেল।
জঙ্গিদের উপস্থিতির পাকা খবরের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের রেবান এলাকা কর্ডন করে তল্লাসি অভিযানে গিয়েছিল নিরাপত্তাবাহিনী, সেই সময় সেখানে গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালালে বাহিনীও প্রত্যাঘাত করে এবং তা থেকেই দুপক্ষের গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছন পুলিশের জনৈক মুখপাত্র। ৫ হিজবুল জঙ্গি নিহত হয় এবং তাদের দেহ সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন সম্ভবত হিজবুলের শীর্ষ কমান্ডার বলে শোনা যাচ্ছে। নিহত জঙ্গিরা তাদের আত্মীয় বলে কেউ দাবি করলে দেহ শনাক্ত করতে এগিয়ে আসতে পারেন বলে জানিয়েছেন পুলিশি মুখপাত্রটি। এনকাউন্টার স্থল থেকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সহ আপত্তিকর সামগ্রী পাওয়া গিয়েছে। সেগুলি তদন্তের স্বার্থে ও নিহতদের অন্য সন্ত্রাসবাদী অপরাধে যোগসাজশ প্রমাণে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।