নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে গত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকারের কৃতিত্ব তুলে ধরেন তিনি। জানান, গত ১০ বছরে দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে মোদি সরকার। (Interim Budget 2024)


লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা। সেখানে সরকারের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা হয়েছে বলে দাবি করেন তিনি। গত ১০ বছরে মোদি সরকার এই অসাধ্য সাধন করে দেখিয়েছে বলে জানান তিনি। নীতি আয়োগের ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স-এর রিপোর্ট অনুযায়ী এই দাবি করেছে কেন্দ্র। (Poverty Index)


এদিন সংসদে নির্মলা বলেন, "গরিব কল্যাণ এবং দেশের কল্যাণের ব্রত নিয়ে গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বাইরে বের করে আনতে পেরেছে নরেন্দ্র মোদির সরকার। আমরা দরিদ্রের হাত শক্ত করায় বিশ্বাসী। সবকা সাথ নীতি নিয়ে চলে, জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে ৩৪ লক্ষ কোটি টাকা সরাসরি মানুষের হাতে হস্তান্তর করা গিয়েছে। ২০৪৭ সালের মধ্যে দেশ 'বিকশিত ভারতে' পরিণত হবে। আমাদের লক্ষ্য, সবকা সাথ, সবকা বিকাশ। "


মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনের মানের নিরিখে এই পরিসংখ্যান তৈরি করা হয়। স্বাস্থ্যের ক্ষেত্রে পুষ্টি, শিশু এবং কিশোরদের মৃত্যুর হার, শিক্ষার ক্ষেত্রে কত বছর স্কুল যাওয়া হয়েছে, কত দিন স্কুলে হাজির থেকেছে পড়ুয়ারা এবং জীবনধারণের গুণমানের ক্ষেত্রে বাড়ির ধরন, ঘরে কী রয়েছে, রান্নার জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়, পরিচ্ছন্নতা কতটা, বিশুদ্ধ পানীয় জলের জোগান এবং বিদ্যুতের সহজলভ্যতাকে মাপকাঠি হিসেবে ধরা হয়। 


আরও পড়ুন: Cervical Cancer Vaccination: সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা মেয়েদের, ঘোষণা নির্মলার


যদিও ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে বলে যে দাবি করেছে কেন্দ্র, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, একদিকে সরকার বলছে, ২৫ কোটির দারিদ্র্য ঘুচে গিয়েছে, আবার ৮০ কোটিকে বিনামূল্যে রেশন দিতে হচ্ছে বলে দাবি করছে। দুইয়ের মধ্যে হিসেব মিলছে না বলে দাবি তাদের। অন্তর্বর্তী বাজেট নিয়ে কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম বলেন, "বাধ্যতামূলক ভাবে সরকার নিজের পিঠ চাপড়েছে, নিজের গুণকীর্তন করেছে। এই বাজেটে কিছু নেই। নতুন সরকার গঠন হওয়ার আগে এটা প্রশাসনিক প্রক্রিয়া মাত্র। এর মধ্যে কিছু খোঁজাও উচিত নয়।"