বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে পটনা আদালতে মামলা দায়ের করল রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। তাদের অভিযোগ, দলের সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহার বিকৃত ছবি রিট্যুইট করেছেন বলিউড অভিনেত্রী। কঙ্গনার এই ট্যুইট দেশবাসীর মধ্যে বিদ্বেষ তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে বিহারের এই রাজনৈতিক দল। রাষ্ট্রীয় লোক সমতা পার্টির অভিযোগ, কঙ্গনার ট্যুইটটি অবমাননাকর।


ভারতীয় দন্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় পটনা জেলা আদালতে কঙ্গনা  এবং ট্যুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার গয়াতে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সাধারণ সম্পাদক তথা মুখপাত্র ফজল ইমাম  মল্লিক বলেন, এই ট্যুইট কঙ্গনার নিম্নরুচির পরিচয় দেয়। শুধুমাত্র সস্তা পাবলিসিটি পাওয়ার জন্যই তিনি এসব করেন।


 গত, ৩ ডিসেম্বর উপেন্দ্র কুশওয়াহার একটি বিতর্কিত ছবি রিট্যুইট করেন কঙ্গনা। দলের দাবি, এই ধরনের ছবি কুশওয়াহার সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করবে। কুশওয়াহা নিজেও ট্যুইট করে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, পুরনো ছবি শেয়ার করে রাজনৈতিক দিক থেকে কী লাভ হবে অভিনেত্রীর?


 উল্লেখ্য, অক্টোবরেই কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় মুম্বইয়ের বান্দ্রা আদালত। কঙ্গনার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। মহম্মদ সাহিল আশরফ আলি সৈয়া নামে জনৈক ব্যক্তি অভিযোগ করেন, কঙ্গনা দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বান্দ্রা আদালত কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল।