হরিয়ানার ভোটে প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদের হামলাকারীকে টিকিট দিল শিবসেনা
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 05:29 PM (IST)
২৯ বছর বয়সি নবীনের দাবি, তিনি গত ১০ বছর ধরে গোরক্ষার মতো ইস্যুতে লড়ছেন। কিন্তু গরু, কৃষকের নামে কংগ্রেস, বিজেপির মতো দলগুলি শুধু রাজনীতি করে বলে মনে হয়। মানুষের সমর্থনই তাঁর রাজনীতিতে নামার অনুপ্রেরণা বলে জানিয়েছেন নবীন।
বাহাদুরগড়: জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের ওপর হামলায় অভিযু্ক্ত নবীন দালালকে হরিয়ানা বিধানসভা ভোটে বাহাদুরগড়ে প্রার্থী করল শিবসেনা। ৬ মাস আগে শিবসেনায় যোগ দিয়েছেন বলে জানিয়েছেন স্বঘোষিত ‘গোরক্ষক’ নবীন। বিজেপি, কংগ্রেসের মতো দল শুধু গরু, কৃষক, শহিদ ও গরিবকে নিয়ে রাজনীতিই করে বলে তিনি মনে করেন, সেজন্যই শিবসেনায় ঢুকেছেন বলেও জানিয়েছেন তিনি। নবীন বলেছেন, এইসব ও অন্য আরও সব প্রশ্নে এদের নীতি, অবস্থান স্পষ্ট। সেজন্যই এই দলে যোগদান করেছি। ২৯ বছর বয়সি নবীনের দাবি, তিনি গত ১০ বছর ধরে গোরক্ষার মতো ইস্যুতে লড়ছেন। কিন্তু গরু, কৃষকের নামে কংগ্রেস, বিজেপির মতো দলগুলি শুধু রাজনীতি করে বলে মনে হয়। মানুষের সমর্থনই তাঁর রাজনীতিতে নামার অনুপ্রেরণা বলে জানিয়েছেন নবীন। বলেছেন, আমার কেন্দ্রের প্রচুর মানুষের সমর্থন পেয়েছি। তাঁরাই আমায় রাজনীতিতে সামিল হতে প্রাণিত করেছেন যাতে আমার পছন্দের ইস্যুগুলি সাহস করে আরও বড় মঞ্চে তুলতে পারি। বাহাদুরগড়ে নবীনকে এবার লড়তে হচ্ছে ক্ষমতাসীন বিজেপি বিধায়ক নরেশ কৌশিক, কংগ্রেসের রাজিন্দর সিংহ, আইএনএলডি-র নাফে সিংহ রথির সঙ্গে। গত বছর ১৩ আগস্ট রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে ওমর খালিদের ওপর নবীন হামলায় অভিযুক্ত নবীন। সঙ্গে ছিল আরেকজন। পরে তারা হরিয়ানার হিসারের ফতেহবাদ থেকে গ্রেফতার হয়। নিজেদের গোরক্ষক বলে ঘোষণা করে জানায়, তারা গোরক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, তাদের কনস্টিটিউশন ক্লাবে ‘খওফ সে আজাদি’ অনুষ্ঠান ভন্ডুল করার প্ল্যানও ছিল। বর্তমানে জামিনে মুক্ত নবীন প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে খালিদের ওপর হামলার ঘটনা নিয়ে কিছু বলতে চাননি। যদিও নির্বাচনী হলফনামায় তিনি দিল্লির ঘটনা ও তার বিরুদ্ধে বকেয়া আরও দুটি মামলার উল্লেখ করেছেন।