বেঙ্গালুরু : বেআইনি সংযোগ থেকে বিদ্যুৎ টানায় তাঁকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা দিতে হয়েছে। শুক্রবার এমনই জানালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (Former Karnataka Chief Minister HD Kumaraswamy)। দীপাবলি উপলক্ষে তাঁর জেপি নগরের বাসভবন আলোক মালায় সাজিয়ে তুলতে ওই সংযোগ নেওয়া হয়েছিল। যদিও এই পরিমাণ জরিমানাকে "অন্যায্য ও অতিরিক্ত" বলে দাবি করেছেন কুমারস্বামী। যেভাবে জরিমানার অর্থ ধার্য্য করা হয়েছে তা নিয়ে প্রতিবাদ জানান জেডি(এস)-এর রাজ্য ইউনিটের সভাপতি কুমারস্বামী । এছাড়া তাঁর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতেও ত্রুটি রয়েছে বলে দাবি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে বলে অভিযোগ জানান প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র।


এই ঘটনার জন্য বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে লেখা চিঠিতে কুমারস্বামী তাঁর স্টাফ নিযুক্ত বিদ্যুৎ ঠিকাদারকে দোষারোপ করেন। যে ঠিকাদার পরীক্ষা-নিরীক্ষা করে দেখার উদ্দেশে একটি তার টেনেছিলেন এবং তাঁর বাড়ির উল্টোদিকে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সরাসরি সেই তার জুড়ে দেন।


কুমারস্বামী লেখেন, "আমি বিষয়টা জানতে পেরে সঙ্গে সঙ্গে, সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমার স্টাফকে জানাই। যখন এই কাজ হচ্ছিল, তখন আমি বাড়িতে ছিলাম না।  আমি রামনগড় জেলার বিড়াড়ির বাড়িতে ছিলাম তখন। বিদ্যুৎকর্মী তাঁর নিজের মতো কাজ করে চলে যান। আমি জানতামই না।"  


এদিকে তাঁর বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, তাতে ত্রুটি রয়েছে বলে অভিযোগ জানান কুমারস্বামী। কারণ তাঁর বক্তব্য, 'অভিযোগকারী BESCOM-এর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজেই বলেছেন যে তিনি বিদ্যুৎ চুরির বিষয়টি দেখেছেন। কিন্তু, তিনি যা দাবি করেছেন সত্যিটা তার বিপরীত। কারণ, BESCOM-এর ইঞ্জিনিয়ার এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বিষয়টি খতিয়ে দেখতে এসেছিলেন সোশাল মিডিয়ায় একটি ভিডিও দেখে। এরকম একটা অন্যায্য ও অতিরিক্ত টাকা মেটানোর দাবির মুখে দাঁড়িয়ে, ক্রেতা হিসাবে আমার উদ্বেগের কথা তুলে ধরাটা আমার অধিকার।'  


প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর কংগ্রেস তাঁর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তোলে। দীপাবলিতে বাড়ি আলোকিত করতে এই চুরি করা হয়েছে বলে দাবি জানায় তারা। এই পরিস্থিতিতে কুমারস্বামী পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন।


আরও পড়ুন ; নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি, দাবি বিজেপি নেতার