রায়পুর : ছত্তীসগঢ়ের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আদিবাসী নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বিষ্ণু দেও সাঁই। আজ দুপুরে বিজেপির নির্বাচিত ৫৪ বিধায়কের পরিষদীয় দলের নেতা হিসাবে বেছে নেওয়া হয় বছর ৫৪-র সাঁইকে। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে উত্তর ছত্তীসগঢ়ের কুনকুরি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিষ্ণু দেও।


দলে অন্যতম স্থান রয়েছে বিষ্ণু দেও সাঁইয়ের। একাধিক গুরুত্বপূর্ণ পদও সামলেছেন। দলের রাজ্যের প্রাক্তন সুপ্রিমো ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী । তিনি প্রভাবশালী সাহু (তেলি) সম্প্রদায় থেকে এসেছেন। যাদের প্রভাব রয়েছে ছত্তীসগঢ়ের দুর্গ, রায়পুর ও বিলাসপুর ডিভিসনে। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ছত্তীসগঢ় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন্ত্রিসভায় তিনি ছিলেন খনি ও ইস্পাত দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আদিবাসী ভোটারদের মধ্যে তাঁর বিশাল প্রভাব রয়েছে। এই রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন হয়। ৯০ আসনের বিধানসভায় বিজেপি ৫৪টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে গেছে ৩৫টি আসন।


ছত্তীসগঢ়ের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিষ্ণু দেও সাঁই বলেন, আমি 'সবকা বিশ্বাস'-এর জন্য সৎভাবে কাজ করব। 'মোদির গ্যারান্টি'-তে ছত্তীসগঢ়ের মানুষকে দেওয়া আশ্বাস পূরণ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব। প্রথম কাজ হবে মানুষকে ১৮ লক্ষ বাড়ি দেওয়া।


 






ছেলের এহেন সাফল্যে উচ্ছ্বসিত বিষ্ণু দেও সাঁইয়ের মা যশমনি দেবী। তিনি বলেন, 'আমি খুব খুশি। আমার ছেলে ছত্তীসগঢ়ের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে।'