কুয়ালালামপুর: হকিতে সাফল্য জুনিয়র ভারতীয় দলের। মালয়েশিয়ায় আয়োজিত হকি মেন্স জুনিয়র বিশ্বকাপে (Mens Jounior World Cup Hockey) কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। পুল সি-তে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করল জুনিয়র ভারতীয় হকি দল। দেশের হয়ে এদিন গোল করেন অর্জুন লালাগে। তিনি ৮ মিনিট ও ৪৩ মিনিটের মাথায় দুটো গোল করেন। রোহিত ১২ ও ৫৫ মিনিটের মাথায় দুটো গোল করেন। অমনদীপ লাকরা ২৩ ও ৫১ মিনিটের মাথায় দুটো গোল করেন। ৪২ মিনিটের মাথায় গোল করেন বিষ্ণুকান্ত ও রাজিন্দার। সৌরভ আনন্দ ৫১ মিনিটের মাথায় গোল করেন। উত্তম সিংহ ৫৮ মিনিটের মাথায় গোল করেন।


ম্যাচের প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কােয়ার্টারে কানাডার হয়ে জাজ নিকোলসন একটি গোল শোধ করেছিলেন। তবে অমনদীপ লাকরার গোলে ফের এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কােয়ার্টার শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় দল। তৃতীয় কোয়ার্টারে ভারত অনেকটাই ব্যবধান বাড়িয়ে নেয়। ৬-১ ব্যবধানে এগিয়ে যায় তৃতীয় কোয়ার্টার শেষে ভারত। শেষ কোয়ার্টারে আরও ৪টি গোল করে তারা।


এবার ছেলেদের যুব হকি বিশ্বকাপের ১৩তম আসরে ১৬টি অংশগ্রহণকারী দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।


চলতি বছরের শুরুতে ওমানে জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২১ সালের সর্বশেষ আসরে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে চতুর্থ স্থান নিশ্চিত করেছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুল সি-তে কোরিয়া, স্পেন ও কানাডার বিরুদ্ধে এফআইএইচ হকি পুরুষদের যুব বিশ্বকাপে দু'বারের চ্যাম্পিয়ন ভারতের ম্যাচ ছিল। 


এর আগের ম্যাচে স্পেনের বিরুদ্ধে স্পেনের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে (India vs Spain)। চার গোল খেয়েছিল ভারতের যুব দল। লিগ তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছিল ভারত। তার আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে চার গোল দিয়েছিল ভারত। কিন্তু গত বৃহস্পতিবার নিজেরাই চার গোল হজম করতে হয়। স্পেনের বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়েছিল ১-৪ গোলে। যদিও শেষ পর্যন্ত কানাডার বিরুদ্ধে ১০-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করল ভারতীয় দল