নয়াদিল্লি: মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।


অসুস্থতার কারণে শুক্রবার ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।


অবসরপ্রাপ্ত সেনা অফিসার যশবন্ত সিংহ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশের অন্যতম দীর্ঘতম সময় ধরে থাকা সাংসদ ছিলেন যশোবন্ত।


১৯৮০ থেকে ২০১৪-- দীর্ঘ ৩৪ বছর ধরে সাংসদ ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যশোবন্ত সিংহ ছিলেন দার্জিলিঙের সাংসদ। ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানও।


৬ বছর ধরে যশবন্ত সিংহ অসুস্থ ছিলেন বলে ট্যুইটে জানান মোদি। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, যশোবন্তজি আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। অর্থনীতি থেকে শুরু করে বিদেশ ও প্রতিরক্ষা-- সর্বত্র নিজের ভূমিকা পালন করেছেন এবং প্রভাব রেখে গিয়েছেন তিনি।











ট্যুইট করে শোকপ্রকা করেছেন রাজনাথ সিংহ। বলেছেন--






স্মৃতি ইরানি লিখেছেন--