আবু ধাবি: হাতে অক্ষত ৬ উইকেট। অথচ শেষের দিকে সানরাইজার্স হায়দরাবাদের কোনও ব্যাটসম্য়ানকে ঝুঁকি নিতে দেখা গেল না। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ হেরে হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার মেনে নিলেন, আরও আগ্রাসী হওয়া উচিত ছিল দলের ব্যাটসম্যানদের।


পরিসংখ্যান বলছে, মাত্র ৪ উইকেট পড়েছে, এরকম অবস্থায় হায়দরাবাদের ১৪২ আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর। শনিবার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। চার নম্বরে তিনি ব্যাট করতে নামেন। তবে ৩১ বলে ৩০ রান করেন বঙ্গ উইকেটকিপার। ব্যাট হাতে খুব একটা সাবলীল দেখায়নি তাঁকে। শেষ ৫ ওভারে মাত্র ৪৩ রান তোলে হায়দরাবাদ।

ম্যাচের পর এবিপি আনন্দের তরফে ওয়ার্নারকে জিজ্ঞেস করা হয়েছিল, হাতে উইকেট থাকা সত্ত্বেও আগ্রাসী ব্যাটিং করে আরও বেশি রান তুলতে না পারাই কি পরাজয়ের কারণ? আবু ধাবি থেকে জুম কলে অস্ট্রেলীয় ক্রিকেটার বলেন, ‘অবশ্যই আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল। আরও ঝুঁকি নিতে পারতাম। কয়েকটা বাজে উইকেট গিয়েছে। আমিও সহজ ক্যাচ দিয়ে ফিরেছি। তবে পরের ম্যাচে অন্য মানসিকতা নিয়ে নামতে হবে। এই হার থেকে অনেক কিছু শিক্ষা নিলাম।’

ওয়ার্নার নিজে ৩০ বলে ৩৬ রান করে আউট বরুণ চক্রবর্তীর বলে কট অ্যান্ড বোল্ড হন। অজি তারকা বলেছেন, ‘আমারও আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল।’