শ্রীনগর ও জম্মু: সেনার সঙ্গে সংঘর্ষে শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ৪ জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, দক্ষিণ কাশ্মীরের পঞ্জরানে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করে বাহিনী। জওয়ানদের নিশানা করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন তাঁরাও। রাতভর চলে দুপক্ষের গুলি বিনিময়। শুক্রবার সকালে তিন জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে, আরও এক জঙ্গির মৃত্যু হয়। পুলিশের অনুমান, জঙ্গিরা সকলেই জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠীর সদস্য। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পাশাপাশি, ডোডা জেলার চিল্লি-বালা অঞ্চলে একটি জঙ্গিদের ডেরার খোঁজ পায় নিরাপত্তাবাহিনী। গোশালার মধ্যে অস্ত্র ও বারুদ লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। সেনা জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সঙ্গে বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস। তল্লাশিতে একে-৪৭ রাইফেলের ৬৪ রাউন্ড গুলি, একটি এসএলআর এর গুলি, একটি মটোরোলা রেডিও সেট, ব্যাটারি উদ্ধার হয়। এছাড়াও, একে-৪৭ ও ১২ বোর বন্দুকের অংশ উদ্ধার করা হয়।
অন্যদিকে, আরেকটি মর্মান্তিক ঘটনায়, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে টেরিটোরিয়াল আর্মির এক জওয়ানকে তাঁর বাড়িতে ঢুকে দুলি করে হত্যা করে জঙ্গিরা। মনজুর আহমেদ বেগ নামে ওই জওয়ান ইদের ছুটির জন্য বাড়ি ফিরেছিলেন। গুরুতর আহত অবস্থায় মনজুরকে হাসপাতালে ভর্তি করা হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম ৪ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jun 2019 02:34 PM (IST)
কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করে বাহিনী। বাহিনীর উপস্থিতি লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -