নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। ২১ অগাস্ট তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিগত চার সপ্তাহ দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন কংগ্রেসের এই তাত্ত্বিক নেতা। মহাত্মা গাঁধীর দেড়শো তম জন্ম জয়ন্তী উপলক্ষে জাতির জনককে স্মরণ করলেন পি চিদম্বরম। ট্যুইটে পি চিদম্বরম মহাত্মাকে স্মরণ করে লিখেছেন, “স্বাধীনতা এক শেষ না হওয়া সংগ্রাম।” একই সঙ্গে চিদম্বরম আরও একাধিক ট্যুইটে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। সওয়াল করেছেন দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়েও।
চিদম্বরমের ট্যুইট, “যেখানে ভেনেজুয়েলা, রাশিয়া, তুরস্ক, হাঙ্গেরি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে গণতন্ত্রকে খানাখন্দ থেকে তুলে আনা হচ্ছে, সেখানে ভারত কোন পথে?” ভারতের আগামী দিন কী হতে চলেছে, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্যুইটে তাঁর বক্তব্য, “বিংশ শতকেই গণতন্ত্রের বিজ বপণ হয় এবং শত শত দেশেরে কোটি কোটি মানুষের স্বাধীনতা ও সাম্য প্রস্ফুটিত হয়।”
উল্লেখ্য, পি চিদম্বরমের হয়ে এই ট্যুইটগুলো করেছে তাঁর পরিবার। সেকাথর উল্লেখ রয়েছে ট্যুইটেও।