মুম্বই: ডাক্তার সেজে করোনা রোগীর চিকিৎসার অভিযোগ। এই অভিযোগে মহারাষ্ট্রের নাগপুর থেকে এক ফল বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম চন্দন নরেশ চৌধুরী।


পুলিশ সূত্রে খবর, নাগপুরের কামঠি এলাকার বাসিন্দা চন্দন। যিনি আইসক্রিম এবং ফল বিক্রি করতেন। পরে ইলেক্ট্রিকের কাজও শুরু করেন। এর পাশাপাশি একটি ডিসপেন্সারিও চালান তিনি। যার নাম ওম নারায়ণ মাল্টিপারপাস সোসাইটি। পুলিশ জানিয়েছে, গত ৫ বছর ধরে সেখানে আয়ুর্বেদ চিকিৎসা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওই ব্যক্তি।


করোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করে চলেছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। গত এক বছরের বেশি সময় ধরে অবিরাম পরিশ্রম করছেন তাঁরা। তাঁদের এই নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছে দেশবাসী। এরইমধ্যে আছড়ে পড়েছে ভাইরাসের দ্বিতীয় ঢেউ। তাতে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রের। আর সেই রাজ্যেই এবার ফল বিক্রেতা সেজে জালিয়াতির অভিযোগ।


করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে সেখানেই রোগীর চিকিৎসা চলছিল বলে জানিয়েছে পুলিশ। কীভাবে পুলিশের জালে ধরা পড়লেন ওই ব্যক্তি? জানা গিয়েছে, এক রোগী জেলা পুলিশের কাছে অভিযোগ জানান। এই খবর পেয়ে চৌধুরীর ডিসপেন্সারিতে তল্লাশি চালায় পুলিশ। চিকিৎস সেজে জালিয়াতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওই ডিসপেন্সারিতে অক্সিজেন সিলিন্ডার, সিরিঞ্জ সহ চিকিৎসা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।


দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮। এই নিয়ে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা থাকল চার লক্ষের বেশি। আর সবমিলিয়ে পাঁচবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। 


 গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ৩,৮৬,৪৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪০৯২। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তর সংখ্যা ২,২২,৯৬,৪১৪।  সুস্থ হয়েছেন ১,৮৩,১৭,৪০৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭,৩৬,৬৪৮। এর আগে শুক্রবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৪,০১,০৭৮।