কলকাতা: আগামীকাল থেকে শুরু হচ্ছে G20 সম্মেলন। রাজধানীজুড়ে সাজ সাজ রব। তার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। বৈঠকে কী কী বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা সার্বিকভাবে তুলেও ধরলেন নরেন্দ্র মোদি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে  ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। 


 





এদিন এক্স হ্য়ান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।''


G20 সম্মেলন উপলক্ষে সেজে উঠছে দেশের রাজধানী। চারিদিক আলোকমালা, বিলবোর্ডে ছয়লাপ। শহরের কেন্দ্রবিন্দু কনোট প্লেসে ও জমকালো দক্ষিণ দিল্লিতে যানবাহনের গতিও এখন ধীর। ঝরনা রূপে বসানো হয়েছে শিবলিঙ্গ। প্রতি সরু অলি-গলি-রাস্তাতেও সাজসাজ রব। আলকোজ্জ্বল দিল্লি। সৌজন্যে G20 সম্মেলন। ইতিহাসে এই প্রথমবার ২০ দেশের গোষ্ঠী যা প্রচলিত কথায় G20 নামে পরিচিত, তার সম্মেলনে আয়োজনের ভার ন্যস্ত হয়েছে ভারতের কাঁধে। অর্থাৎ, G20 সম্মেলনের আয়োজক দেশ এবার ভারত। 


ভারত ছাড়াও আর কোন কোন দেশ রয়েছে এই গ্রুপে ? ভারত ছাড়াও G20-তে অন্তর্ভুক্ত দেশগুলি হল- আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দ্য রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া,সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন। এই মুহূর্তে তাবড় এই দেশগুলিকে নিয়ে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। 


৩ দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ১৫ টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্ডেজ। ওয়াশিংটন থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের পাশাপাশি এদিন মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাসের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। ১০ই সেপ্টেম্বর, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরেঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নরেন্দ্র মোদি। 


আরও পড়ুন: Bratya Basu On Governor: 'ভেবেছিলাম খিলজি সম, আসলে মহম্মদ বিন তুঘলক' বাছাই বিশেষণে রাজ্যপালকে আক্রমণ শিক্ষামন্ত্রীর