নয়াদিল্লি: খুনের হুমকি দিয়ে ফোন পাওয়ার অভিযোগ তুলে দিল্লি পুলিশের দ্বারস্থ গৌতম গম্ভীর। বিজেপি সাংসদ পুলিশকে জানিয়েছেন, ইন্টারন্যাশনাল নম্বর থেকে ফোন করে কেউ তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শুক্রবার পূর্ব দিল্লির এমপি শাহদারা ও কেন্দ্রীয় জেলাগুলির ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনারদের চিঠি লিখে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। পুলিশকে পরিবারের সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করেছেন তিনি।
সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) বিরোধী প্রতিবাদ, বিক্ষোভ মোকাবিলায় পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের ওঠায় পাল্টা গম্ভীর যারা পুলিশকে কাঠগড়ায় তুলছেন, তাঁদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তাহলে নিরাপত্তাকর্মীদের মানবাধিকার নেই!
খুনের হুমকি দিয়ে ফোন, পুলিশে অভিযোগ গম্ভীরের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Dec 2019 04:03 PM (IST)
শুক্রবার পূর্ব দিল্লির এমপি শাহদারা ও কেন্দ্রীয় জেলাগুলির ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনারদের চিঠি লিখে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। পুলিশকে পরিবারের সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করেছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -