গাঁধীনগর: যেন বিমানবন্দর।


কদিন পর এমনটাই মনে হবে গুজরাতের গাঁধীনগর রেল স্টেশনকে। এখন তার নতুন করে পরিকাঠামোগত উন্নয়ন চলছে। শেষ হয়ে গেলে এই স্টেশন হবে প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের। যাত্রীদেরও নাকি দেওয়া হবে আন্তর্জাতিক সুযোগসুবিধে।

স্টেশনের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব পেয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন বা আইআরএসডিসি। রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজে এই কাজকর্ম খতিয়ে দেখেছেন। রেল আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। এ বছর ডিসেম্বরেই শেষ হয়ে যাবে সব কাজ। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম, রেললাইনের ওপর ৫ তারা একটি হোটেল থাকবে। হোটেলটি চালাবে লীলা গ্রুপের মত সংস্থা। এছাড়া স্টেশনেই তাকবে শপার স্টপ, বিগ বাজারের মত রিটেল আউটলেট। থাকবে ফুড কোর্টও। থাকবে ট্রানজিট হল, ৬০০ যাত্রীর বসার ব্যবস্থা থাকবে সেখানে।



গাঁধীনগর ছাড়া ভোপালের হাবিবগঞ্জ রেল স্টেশনেও উন্নয়নের কাজ চলছে। সেখানকার কাজও শেষ হবে ডিসেম্বরের মধ্যে। কাজ শেষ হওয়ার পর হাবিবগঞ্জ স্টেশনে ঢোকার মুখে একটি কাচের গম্বুজের মত কাঠামো থাকবে।  থাকবে রিটেল আউটলেট, বিলাসবহু ওয়েটিং লাউঞ্জ, ফুড কাফেটেরিয়া, আধুনিক টয়লেট ইত্যাদি। এতে গ্রিন বিল্ডিংও থাকবে, তাতে থাকবে বিদ্যুৎ সাশ্রয়কারী এলইডি আলো, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানেও একটি আধুনিক হোটেল নির্মাণের পরিকল্পনা হচ্ছে।