নয়া দিল্লি: অবিরাম বৃষ্টির জেরে যমুনার (Yamuna) পর এবার ফুঁসছে গঙ্গাও (Ganga)। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। সেই অবস্থায় হরিদ্বারে (Haridwar) এবার লাল সতর্কতা (Red Alert) জারি হয়েছে। জানান হয়েছে, হরিদ্বারে বিপদসীমার ওপরে জলস্তর। সোমবার রাত ৯টার পর হরিদ্বারে গঙ্গার জলস্তর ২৯৩ মিটারের বেশি উচ্চতায় বয়ে চলেছে।                                       

  


এদিকে, উত্তরপ্রদেশের সেচ বিভাগের সাব ডিভিশনাল অফিসার বলেছেন যে হরিদ্বারে গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে উত্তর প্রদেশের কিছু জেলাও ক্ষতিগ্রস্ত হতে পারে। উত্তরপ্রদেশের সেচ বিভাগের এসডিও শিবকুমার কৌশিক বলেন, 'গঙ্গার জলের স্তর বেড়েছে অনেকটাই। রাত ৯টায় জলের স্তর ২৯৩.২৫ মিটার রেকর্ড করা হয়েছিল। নিচু এলাকাগুলি প্রভাবিত হতে পারে, এবং মুজাফফরনগরের মতো জেলাগুলি প্রভাবিত হতে পারে। তবে পরিস্থিতি খুব গুরুতর নয় এবং কোনও বড় ক্ষতি হবে না এমনটাই আশা করছি'। 


গঙ্গা উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা হয়ে উত্তর প্রদেশের বিভিন্ন জেলার মধ্য দিয়ে বয়ে চলে। এদিকে, উত্তরাখণ্ড রাজ্যে অবিরাম বর্ষণের পরে ভূমিধস এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার, উত্তরাখণ্ডের চামোলি জেলার গাউচার শহরের কাছে বৃষ্টির কারণে জাতীয় সড়কের ৭০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যান চলাচল প্রভাবিত হয়েছে। 


অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় গত তিন দিন ধরে যমুনোত্রী জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। 


আরও পড়ুন, গ্রামের বিদ্যুৎ কেটে অন্ধকারে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ, রেগে বিয়েই দিয়ে দিলেন গ্রামবাসীরা


উত্তরাখণ্ডের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, উত্তরকাশীতে অবিরাম বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে, উত্তরকাশী জেলার পুরালা, বারকোট এবং দুন্দায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় ৪০টি রাস্তা বন্ধ রয়েছে। প্রায় ৪০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৪০০টিরও বেশি কৃষি জমি ভেসে গেছে। 


গোটা উত্তরভারত জুড়ে চলছে তুমুল বর্ষণ। এই বৃষ্টিতে গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। বারাণসীর গঙ্গার ঘাটের বেশিরভাগ সিঁড়ি ডুবে গেছে। গঙ্গার ঘাটের কাছে ছোট ছোট নদীগুলি ডুবে গেছে গঙ্গার জলে।