আবার রাতের কলকাতায় 'গণধর্ষণ', পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের
Web Desk, ABP Ananda | 13 Nov 2019 12:30 PM (IST)
পার্কস্ট্রিটকাণ্ডের পর আবার রাতের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের পর রাস্তায় ফেলে যায় অভিযুক্তরা। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের পরিবারের।
কলকাতা: পার্কস্ট্রিটকাণ্ডের পর আবার রাতের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের পর রাস্তায় ফেলে যায় অভিযুক্তরা। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের পরিবারের। সূত্রের খবর, পঞ্চসায়র এলাকার হোমে থাকতেন অভিযোগকারিণী। মঙ্গলবার রাতে কোনও কারণে হোমের বাইরে আসেন মহিলা। সেইসময়ই গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গাড়িটি পঞ্চসায়র থেকে সোনারপুরের দিকে যায় বলে জানানো হয়েছে পুলিশকে। অভিযোগ, গণধর্ষণের পর মহিলাকে রাস্তায় ফেলে যায় অভিযুক্তরা। সোনারপুর থেকে ট্রেন ধরে বালিগঞ্জ পৌঁছন মহিলা। সেখান থেকে গড়িয়াহাটে আত্মীয়ের বাড়িতে যান তিনি। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার।