মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এ ব্যপারে খোঁজখবর নিয়েছেন। নিরাপত্তার কারণে কারখানা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর অফিস। ফের গ্যাস লিক বিশাখাপত্তনমের কারখানায়, মৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jun 2020 08:36 AM (IST)
মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এ ব্যপারে খোঁজখবর নিয়েছেন। নিরাপত্তার কারণে কারখানা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর অফিস।
বিশাখাপত্তনম: অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের কারখানা থেকে ফের গ্যাস লিক। এতে ২ জনের মৃত্যু হয়েছে, ৪ জন হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মাসদুয়েক আগে বিশাখাপত্তনমেরই এলজি পলিমারস ইন্ডিয়া লিমিটেড থেকে গ্যাস লিক করে ১২ জনের মৃত্যু হয়। তারপর ফের এই ঘটনা। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ বেঞ্জিমিডাজোলে গ্যাস বার হতে থাকে এখানকার একটি ওষুধ কোম্পানি সাইনোর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের প্ল্যান্ট থেকে। যে ২ জন মারা গিয়েছেন তাঁরা ওই কারখানার কর্মী ছিলেন, গ্যাস লিকের সময় ঘটনাস্থলে ছিলেন তাঁরা। স্থানীয় পারওয়াদা পুলিশ স্টেশনের ইনস্পেক্টর উদয় কুমার জানিয়েছেন, গ্যাস আর কোথাও ছড়িয়ে পড়েনি।