জেনেভা: ঘণ্টায় ২৩ ফ্রাঁ বা ২৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১,৮৪০.৭৬ টাকা। সুইজারল্যান্ডের জেনেভার ভোটাররা এই সর্বনিম্ন মজুরিতে সম্মতি দিলেন। কার্যকর হলে এটাই হবে বিশ্বের সর্বাধিক সর্বনিম্ন মজুরি।


এই মুহূর্তে সর্বাধিক সর্বনিম্ন মজুরি দেয় অস্ট্রেলিয়া, ঘণ্টায় ১৯.৮৪ ডলার। ভারতীয় মুদ্রায় ১,৪৬০.৮৩ টাকা।

সুইজারল্যান্ডে সার্বিকভাবে কোনও সর্বনিম্ন মজুরি চালু নেই, ২০১৪ সালে একটি জাতীয় মজুরি চালুর প্রস্তাব ভোটাররা প্রত্যাখ্যান করেন। জেনেভার ভোটাররাও শহরে সর্বনিম্ন মজুরি চালুর প্রস্তাব এর আগে দু’বার ফিরিয়ে দেন। কিন্তু এবার তাঁরা এই প্রস্তাব মেনে নেওয়ায় সুইজারল্যান্ডের ২৬টি প্রদেশের মধ্যে জেনেভা হল তৃতীয় প্রদেশ যারা সর্বনিম্ন মজুরিতে সম্মতি দিল। এর আগে অন্য যে দুই প্রদেশ এতে সম্মতি দেয় তারা হল জুরা ও ন্যুখাটেল।

প্রতিদিন ৩ লাখেরও বেশি মানুষ ফ্রান্স থেকে সুইজারল্যান্ডে কাজ করতে আসেন, সব থেকে বেশি ভিড় হয় লেক জেনেভা এলাকায়। সরকারি ওয়েবসাইট জানাচ্ছে, জেনেভার প্রায় ৫৮ শতাংশ ভোটার বলেছেন, এই পদক্ষেপ দারিদ্র দূরীকরণে সাহায্য করবে, এর ফলে মানুষের মর্যাদা রক্ষা হবে। সুইজারল্যান্ডে থাকা খাওয়ার খরচ অত্যন্ত বেশি, সীমান্ত টপকে আসা শ্রমিকদের অনেক সময় দোষ দেওয়া হয় অপেক্ষাকৃত সস্তায় কাজ করে স্থানীয়দের মজুরি কমিয়ে দেওয়ার জন্য।