কলকাতা: আমেরিকার মিনেপোলিস পুলিশের হাতে মৃত জর্জ ফ্লয়েড করোনা পজিটিভ ছিলেন। তাঁর মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে এ কথা। ফ্লয়েডের গোটা দেহের ময়নাতদন্ত হয়েছে। তাতে উঠে এসেছে নানা তথ্য।
২০ পাতার রিপোর্টটি প্রকাশ করেছে হেনেপিন কাউন্টি মেডিক্যাল এক্সামিনার্স অফিস। তাতে জানা গিয়েছে, পুলিশ গলায় হাঁটু চেপে বসার পর শ্বাস নিতে হাঁসফাঁস করা ফ্লয়েড হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যু খুন ছাড়া কিছু নয়।
চিফ মেডিক্যাল এক্সামিনার অ্যান্ড্রু বেকার ফ্লয়েডের শারীরিক অবস্থার খুঁটিনাটি প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, তেসরা এপ্রিল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে কিন্তু কোনও বাহ্যিক লক্ষণ ছিল না। তাঁর ফুসফুস স্বাভাবিক ছিল কিন্তু হৃদযন্ত্রের ধমনী একটু সরু ছিল। তাঁর শরীরে যথেষ্ট পরিমাণে ফেন্টানিল ও মেথামফেটামাইন ড্রাগ পাওয়া গিয়েছে কিন্তু তা মৃত্যুর কারণ নয়। প্রচণ্ড জোরে গলা টিপে ধরলে শরীরে ফেন্টানিলের বিষক্রিয়া হওয়া সম্ভব, এর জেরে মারাত্মকভাবে দম আটকে আসা ও খিঁচুনি হতে পারে।
মার্কিন পুলিশের হাতে মৃত জর্জ ফ্লয়েডের করোনা হয়েছিল, জানা গেল ডাক্তারি রিপোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2020 12:51 PM (IST)
তাতে জানা গিয়েছে, পুলিশ গলায় হাঁটু চেপে বসার পর শ্বাস নিতে হাঁসফাঁস করা ফ্লয়েড হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যু খুন ছাড়া কিছু নয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -