তিরুঅনন্তপুরম: দ্বিতীয় রাউন্ডে একেবারে চমক। নতুন মন্ত্রিসভায় ছেঁটে ফেললেন পুরোনো মন্ত্রীদের। মহিলাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি খেয়াল রাখলেন জাতপাতের দিকে। সব মিলিয়ে যুবদের সঙ্গে অভিজ্ঞদের মেলবন্ধনে বিজয়নের ক্যাবিনেট। এরকমই খবর সংবাদসংস্থা আইএএনএস সূত্রে।


ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে এভাবে তার বাস্তবায়ন হবে, তা ভাবতে পারেনি খোদ দলই। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার আগেই মন্ত্রিসভার বিষয়ে খোলসা করলেন তিনি। যেখানে স্থান পেলেন না খোদ সিপিআইএমের সিটিং মন্ত্রীরা। পরিবর্তে জাত, ধর্ম, সম্প্রদায়ের প্রতিনিধিদের মন্ত্রিসভায় স্থান দিলেন মুখ্যমন্ত্রী। 


বিজয়নের ২১ জনের মন্ত্রিসভায় জায়গা হয়েছে তিন মহিলার। যারা তিনজনই এই প্রথমবার মন্ত্রী হয়েছেন। এদের মধ্যে রয়েছে বিনা জর্জের নাম। সাংবাদিক থেকে ২ বারের বিধায়ক হওয়া এই মহিলাকে মন্ত্রী করছেন বিজয়ন। এছাড়াও রয়েছে দুই মহিলা অধ্যাপক আর বিন্দু ও জে চিনসুরানির নাম। ১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টির বিভাজনের পর এই প্রথম কোনও সিপিআই মহিলা কেরলের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন।


বৃহস্পতিবার রাজ্যপাল আরিফ মহম্মদের উপস্থিতিতে বিকেল সাড়ে ৩টেয় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেন্ট্রাল স্টেডিয়ামে এই অনুষ্ঠানের বিশাল আয়োজন করা হয়েছে। তবে এবারের মন্ত্রিসভায় বিজয়নের সবথেকে বড় চমক, স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজার বাদ পড়া। নিজের দলের পুরোনো মুখদের ছেঁটে পিনারাই বুঝিয়ে দিলেন, তিনিই শেষ কথা।


মন্ত্রিসভায় জাত, ধর্মের বিষয়টা মাথায় রাখতে কেরল বিধানসভার প্রাক্তন স্পিকার কে রাধাকৃষ্ণণনকে নিয়ে আসা হয়েছে মন্ত্রিসভায়। রাজ্য রাজনৈতিক মহলের ধারণা, তফশিলি জাতির মন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইকে নয়ানারের ক্যাবিনেটের সদস্য ছিলেন রাধাকৃষ্ণণ। আগে ভিএস অচ্যুতানন্দের সময় স্পিকার ছিলেন তিনি। 


এছাড়াও বিজয়নের ২১ জনের টিমে স্থান পেয়েছেন পি রাজীব ও কেএন বালাগোপাল। দুজনেই রাজ্যসভার সদ্যস্য। পিনারাইয়ের মন্ত্রিসভায় জায়গা হয়েছে মুখ্যমন্ত্রীর 'ডান হাত' বলে পরিচিত দলের সেন্ট্রাল কমিটি মেম্বার এমভি গোবিন্দনের। নিজেদের সংগঠন বিস্তারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পুরস্কার পাচ্ছেন ভিএন বাসবন, সাজি চেরিয়ান ছাড়াও ভি শিবকুট্টি। ডার্ক হর্স হিসাবে বিজয়নের ক্যাবিনেটে রয়েছেন তাঁর জামাই পিএ মহম্মদ রিয়াজ। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ন্যাশনাল প্রেসিডেন্ট এই রিয়াজ। গত বছরই বিজয়নের মেয়ে ভিনাকে বিয়ে করেন রিয়াজ। দুজনেরই ছিল এটা দ্বিতীয় বিয়ে।


রিয়াজ ছাড়াও আরও একজন মুসলিম মুখ রয়েছেন বিজয়নের ক্যাবিনেটে। ন্যাশনাল সেকুলার কনফারেন্সের ভি আবদুর রহমানকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারিভাবে এই দল বামেদের জোটসঙ্গী না হলেও এই পুরস্কার পেল সেকুলার কনফারেন্স।