নয়া দিল্লি : ডিজিটাল লেনদেনে গতি আনতে সাহায্য করবে ই রুপি ভাউচার। এর পাশাপাশি গতি আসবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারেও। যা প্রত্যেককে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ডেলিভারিতে সাহায্য করবে। সোমবার ইলেকট্রনিক ভাউচার প্রোমোটিং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা e-RUPI-র উদ্বোধন করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


বরাবরই ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য তিনি দেশবাসীকে উৎসাহিতও করেছেন। এবার ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও এককদম এগলো দেশ। আজ চালু হল ই রুপি। কিন্তু কী এই ই রুপি ? তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই সিস্টেম।


ই রুপি হল এক ধরনের লেনদেন পরিষেবা। ইউপিআই প্ল্যাটফর্মে অর্থ পরিষেবা দফতর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এই পরিষেবার ব্যবস্থা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। কিন্তু, কীভাবে কাজ করবে ই রুপি ? 


এ প্রসঙ্গে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এটা এক ধরনের কিউআর কোড বা এসএমএস স্ট্রিং-বেসড ইলেকট্রনিক ভাউচার। যা উপভোক্তার মোবাইলে পাঠানো হবে। এটি এককালীন পেমেন্ট পদ্ধতি। এর ব্যবহারকারী পরিষেবা প্রদানকারীর কাছে কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই ভাউচার ভাঙাতে সক্ষম হবেন।  


অর্থাৎ বিবৃতি অনুযায়ী, ই-রুপি কোনও শারীরিক ইন্টারফেস ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে পরিষেবার স্পন্সর বা পৃষ্ঠপোষকদের সুবিধাভোগী বা উপভোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত করবে। এছাড়া এই ব্যবস্থা এটাও নিশ্চিত করবে যে, পরিষেবা প্রদানকারীকে অর্থ প্রদান শুধুমাত্র লেনদেন সম্পন্ন হওয়ার পরেই করা হবে। 


এটি এক ধরনের প্রি-পেইড ব্যবস্থা। কোনও মধ্যস্থতাকারীর যোগদান ছাড়াই পরিষেবা প্রদানকারীকে সময়মতো অর্থ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করবে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, ই-রুপি কল্যাণমূলক পরিষেবায় ত্রুটিমুক্ত ডেলিভারি নিশ্চিত করার ক্ষেত্রে একটি বৈপ্লবিক উদ্যোগ পরিণত হতে চলেছে, এমনটা আশাই করা যায়। 


মা ও শিশু কল্যাণ স্কিম এবং টিবি নির্মূল কর্মসূচিতে ওষুধ ও পুষ্টিগত সাহায্যের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। এছাড়া সার ভর্তুকির পাশাপাশি আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওষুধ ও ডায়াগনসিসের পরিষেবা দেওয়া যাবে।