কলকাতা: আগামী ২৫ মার্চ মুক্তি পেতে চলেছে 'আর আর আর'। এখন ছবির প্রচার চলছে জোর কদমে। দিন দুই আগেই রাজধানী দিল্লিতে হাজির হয়েছিল ছবির গোটা টিম। আর আজ অর্থাৎ মঙ্গলবার, ছবি মুক্তির ঠিক দিন তিনেক আগে, শহর কলকাতার বুকে উড়ে এলেন দক্ষিণের তিন জনপ্রিয় মুখ। কলকাতায় হাওড়া ব্রিজের সামনে ছবির প্রচার ও জনসংযোগে সামিল হলেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ। ফের টলিউডে নতুন জুটি। গোয়েন্দা ওয়েবসিরিজে জুটি বাঁধছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও দেবাশীষ মন্ডল (Debashsish Mondal)। 'ক্লিক' প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'জনি ও বনি'-তে জুটি বাঁধছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। টলিউড থেকে বলিউড, দিনভর নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতায় টিম 'আর আর আর'
মুক্তির অপেক্ষায় দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) বহু চর্চিত ছবি 'আর আর আর' (RRR)। কখনও করোনা তো কখনও অন্য কোনও কারণ। একাধিকবার ছবির মুক্তির তারিখ বদলেছে। অপেক্ষা বেড়েছে অনুরাগীদের। রাজামৌলি পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দুই দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (NTR Jr) ও রাম চরণকে (Ram Charan)। সেই সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন দুই বলিউড তারকাও। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অজয় দেবগণকে (Ajay Devgn) দেখা যাবে এই ছবিতে। আগামী ২৫ মার্চ মুক্তি পেতে চলেছে 'আর আর আর'। এখন ছবির প্রচার চলছে জোর কদমে। দিন দুই আগেই রাজধানী দিল্লিতে হাজির হয়েছিল ছবির গোটা টিম। আর আজ অর্থাৎ মঙ্গলবার, ছবি মুক্তির ঠিক দিন তিনেক আগে, শহর কলকাতার বুকে উড়ে এলেন দক্ষিণের তিন জনপ্রিয় মুখ। কলকাতায় হাওড়া ব্রিজের সামনে ছবির প্রচার ও জনসংযোগে সামিল হলেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ।
'দশভি'-তে ইয়ামি, নিমরত, অভিষেকের লুক
আগামীকাল মুক্তি পাবে নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। তার আগে সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুকের ছবি ভাগ করে নিলেন ইয়ামি গৌতম, নিমরত কৌর ও অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেদের লুক শেয়ার করে নিয়েছেন অভিষেক বচ্চন। এর আগে ছবির টিজার শেয়ার করে অভিনেতা লেখেন, 'একজন ছাত্রের তরফ থেকে অপর ছাত্রের উদ্দেশে, দশমের পরীক্ষার জন্য শুভেচ্ছা! দশভি ৭ এপ্রিল থেকে দেখা যাবে জিও সিনেমা ও নেটফ্লিক্সে।' 'হিন্দি মিডিয়াম', 'অংরেজি মিডিয়াম' ও 'বালা' ছবির নির্মাতাদের আগামী কাজ 'দশভি'। এই ছবিতে গঙ্গারাম চৌধুরীর ভূমিকায় দেখা যাবে জুনিয়র বচ্চনকে। সোশ্যাল কমেডি ঘরানার এই ছবিতে নিমরত কৌর, ইয়ামি গৌতমও অভিনয় করেছেন। তুষার জলোটা এই ছবি দিয়েই পরিচালনায় পা রাখছেন।
গোয়েন্দা সিরিজে স্বস্তিকা, দেবাশীষ জুটি
ফের টলিউডে নতুন জুটি। গোয়েন্দা ওয়েবসিরিজে জুটি বাঁধছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও দেবাশীষ মন্ডল (Debashsish Mondal)। 'ক্লিক' প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'জনি ও বনি'-তে জুটি বাঁধছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। অভিজিৎ চৌধুরী পরিচালিত এই সিরিজের শ্যুটিং শুরু হবে এপ্রিল মাসে। আজ সোশ্যাল মিডিয়ায় ছবির স্ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। স্বস্তিকা বললেন, 'এটা একটি গোয়েন্দা গল্প। মূল চরিত্রে তিনজন। জনি, বনি আর আঁখি। আমি আঁখির চরিত্রে অভিনয় করছি। গল্পে দেবাশীষ আমার স্বামী। ওর চরিত্রের নাম জনি। আর বনি হল ক্লাস সেভেনের বাচ্চা। তবে সে আমাদের সন্তান নয়। এই বনি কে বা এর পরিচয় কী, কে অভিনয় করছেন তা জানতে গেলে সিরিজে চোখ রাখতে হবে। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেবেশ রায় চৌধুরী।'
প্রয়াত 'এমসি তোড় ফোড়' ধর্মেশ পারমার
প্রয়াত ধর্মেশ পারমার (Dharmesh Parmar) ওরফে র্যাপার এমসি তোড় ফোড় (MC Tod Fod)। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন 'গালি বয়' ('Gully Boy') অভিনেতা রণবীর সিংহ এবং সিদ্ধান্ত চতুর্বেদী (Ranveer Singh and Siddhant Chaturvedi)। মাত্র ২৪ বছর বয়সে মারা গেলেন ধর্মেশ। মুম্বইয়ের 'স্ট্রিট র্যাপার' এমসি তোড় ফোড় তাঁর গুজরাতি ভাষায় র্যাপের লিরিক্সের জন্য বিখ্যাত ছিলেন। র্যাপ সঙ্গীত ও র্যাপারদের নিয়ে তৈরি জনপ্রিয় ছবি 'গালি বয়'-এর অন্যতম সাউন্ডট্র্যাক আর্টিস্টও ছিলেন তিনি। যদিও ধর্মেশের মৃত্যুর কারণ সম্পর্কে বিশদে কিছুই প্রকাশ করা হয়নি এবং তোড় ফোড়ের ব্যান্ড 'স্বদেশী' তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সৃজিত-শ্রীজাত মতভেদ? 'মানবজমিন'-এ থাকছেন না 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'?
এপ্রিলেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'প্র্যাঙ্কেনস্টাইন'
'টিকটিকি'-র পর এবার 'প্র্যাঙ্কেনস্টাইন'। ফের ওয়েবসিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের এপ্রিল মাসে 'ক্লিক' ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায় ও সিরিজটি প্রযোজনা করছেন মিল্কি ওয়ে। সিরিজে এক রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়া চার বন্ধুর চরিত্রে দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমোকে দেখা যাবে। এছাড়া অন্যান্য চরিত্রে ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পালকে দেখা যাবে।
মুক্তি পেল 'দ্য একেন'-এর নতুন পোস্টার
আগেই প্রকাশ পেয়েছে টিজার, আর এবার মুক্তি পেল 'দ্য একেন'-এর নতুন পোস্টার। সেখানে কেবল অনির্বাণ চক্রবর্তী নন, দেখা মিলল সুহত্র মুখোপাধ্যায় ও আর জে সোমককে। পোস্টারে দেখা গেল টয় ট্রেন আর পাহাড়। কিন্তু সবার সামনে লাল পোশাকে দাঁড়িয়ে 'একেনবাবু'-রূপে অনির্বাণ চক্রবর্তী। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবাশীষ মণ্ডলকেও। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। সেটা দেখে কী প্রতিক্রিয়া অনুরাগীদের? এবিপি লাইভকে অনির্বাণ বললেন, ' 'টিজার মুক্তির দিন সারাদিন কাজে ব্যস্ত ছিলাম বলে অনেকের সঙ্গে যে কথা বলতে পেরেছি তা নয়। ফোনে প্রচুর মিসকল, মেসেজ.. সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সব মিলিয়ে এখনও পর্যন্ত মানুষ ভালোই বলেছেন। তবে সবার মত আমিও ছবিটার জন্যই অপেক্ষা করছি।'