কলকাতা: 'জুলফিকর' ছবির উলটপূরাণের কথা ঘোষণা হয়েছিল আগেই। এবার পরিচালকের আসনে থাকবেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato) আর ক্যামেরার সামনে থাকবেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। ২৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল 'মানবজমিন'-এর। কিন্তু তার আগেই চিত্রনাট্য থেকে সরছেন সৃজিত?
দুই পরিচালকের ঘনিষ্ঠ মহলে কথা বলে জানা গেল, চিত্রনাট্য নিয়ে নাকি সামান্য মতবিরোধ হয়েছে দুই পরিচালকের। চিত্রনাট্যের কিছু অংশ নাকি বদলাতে বলেছিলেন সৃজিত। তাতে শ্রীজাত রাজি না হওয়াতেই শ্যুটিং থেকে সরে দাঁড়াতে চাইছেন সৃজিত। তবে এও শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনও সিদ্ধান্ত। ২৫ তারিখের আগে দুই পরিচালকের মধ্যে বরফ গললে যথারীতি শুরু হবে শ্যুটিং। এও শোনা যাচ্ছে, যদি সৃজিত একান্তই সরে দাঁড়ান, তাহলে তাঁর বদলে অভিনয় করবেন অন্য অভিনেতা। তবে শ্যুটিং পিছোনোর পরিকল্পনা নেই বলেই শোনা যাচ্ছে।
আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে রানা সরকার প্রযোজিত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'মানবজমিন'। ছবির মুখ্য চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার ও পরাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: দেব ছবি আঁকবেন, ফাঁকা করা হয়েছিল গোটা পাহাড়
আজ সোশ্যাল মিডিয়ায় রানা সরকারের পোস্টের পরেই শুরু হয়েছিল জল্পনা। তবে সেই পোস্টে মজার ছলে মন্তব্য করতে দেখা সৃজিত আর শ্রীজাতকে।
পরিচালক হিসাবে এটা প্রথম কাজ শ্রীজাতর। এবিপি লাইভকে লেখক এর আগেই বলেছিলেন, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হচ্ছে কলকাতায়।
'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলছেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন?' মানবজমিন সহ অন্যান্য সমস্ত ছবিই হলে মুক্তি পাবে বলেও জানান তিনি।