নয়াদিল্লি: আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতির পরিবর্তে রক্ষণশীলতার পাল্লা ক্রমশ ভারী হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ‘উদারপন্থী’দের ‘ভণ্ড’ বলে উল্লেখ করলেন তিনি। পাশাপাশি, রক্ষণশীলতার সপক্ষেও সওয়াল করলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে, মোদি এবং নিজেকে এক আসনে বসালেন মেলোনি। (Giorgia Meloni)
শনিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত Conservative Political Action Conference (CPAC)-এ ভিডিও বার্তা পাঠান মেলোনি। সেখানে বামপন্থী রাজনীতিক থেকে উদারপন্থীদের তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর মতে, পৃথিবীর সর্বত্র দক্ষিণপন্থী রাজনীতিকদের উত্থানে হতাশ উদারপন্থীরা। বিশেষ করে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে তাঁদের হতাশা পরিষ্কার বোঝা যাচ্ছে। (Narendra Modi)
মুক্তমনা এবং বামপন্থীদের ‘ভণ্ড’ বলেও উল্লেখ করেন মেলোনি। তাঁর কথায়, “নয়ের দশকে বিল ক্লিন্টন, টোনি ব্লেয়ার যখন বামপন্থী, উদারনীতির নেটওয়র্ক তৈরি করেন, রাষ্ট্রনেতার খেতাব পান তাঁরা। কিন্তু আজকের দিনে ট্রাম্প, মেলোনি, হাভিয়ের অথবা মোদি ভাষণ দিতে গেলে, গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে উল্লেখ কার হয়। এই হল বামপন্থীদের দ্বিচারিতা। কিন্তু আমাদের যদিও সয়ে গিয়েছে। আশার কথা হল, মানুষও আর ওদের মিথ্যাচারে বিশ্বাস করেন না। আমাদের দেখে এত কাদা ছোড়া হয়। তার পরও মানুষ আমাদেরই ভোট দেন।”
ট্রাম্পের ভূয়সী প্রশংসাও শোনা যায় মেলোনির মুখে। তাঁর বক্তব্য, “ট্রাম্পের জয়ে বামপন্থীরা হতাশ। তাঁদের বিরক্তি এখন জ্বালায় পরিণত হয়েছে। কারণ রক্ষণশীলরা শুধুমাত্র জয়ী হচ্ছেন না, আন্তর্জাতিক স্তরের পরস্পরের দিকে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন।”
ইতালির চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দল Brothers of Italy-র নেত্রী মেলোনি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একমাত্র তিনিই জানুয়ারি মাসে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। CPAC-এ তাঁর বক্তৃতা করা নিয়েও তীব্র আপত্তি ওঠে রোমে। ট্রাম্পের প্রাক্তন কৌশলী স্টিভ ব্য়াননকে প্রকাশ্যে ‘নাৎসি স্যালুট’ দিতে দেখেই আপত্তি উঠেছিল। কিন্তু আপত্তি কানে তোলেননি মেলোনি। বরং আমেরিকা এবং ইউরোপের সম্পর্ক আরও মজবুত করে তোলার কথা বলে তিনি। আর তার পরই এই ভাষণ।