ইনদওর: কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে মধ্যপ্রদেশের সাতনা জেলায় গ্রেফতার হল এক ব্যবসায়ী। ২ বছর ধরে ওই ব্যবসায়ী তাকে ধর্ষণ ও ব্ল্যাকমেল করছিল বলে, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ১৬ বছরের ওই নির্যাতিতা। এমনকি, এই বিষয়ে কিশোরী যাতে এ বিষয়ে মুখ না খোলে, সেজন্য তাকে ভয় দেখাত, হুমকি দিত অভিযুক্ত ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে আরও ছজন মহিলাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে।
গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর কোলাগাঁও পুলিশের কাছে ওই কিশোরীর অভিযোগ করে বলে জানিয়েছেন সাতনার পুলিশ সুপার রিয়াজ ইকবাল। ওই কিশোরীর কাছে সমীর বলে নিজের পরিচয় দেয় অভিযুক্ত। সমীর ওরফে আতিক নামের ওই ব্যক্তিকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। সমীরের খোঁজে তাঁর বাড়ি ছাড়াও একটি জিম ও সাইবার কাফেতে পুলিশ রবিবার তল্লাশি চালিয়েছিল। সমীর এবং আতিক, দুটি নামেই পাসপোর্ট রয়েছে অভিযুক্তের।
সাতনার পুলিশ সুপার রিয়াজ বলেছেন, ’’ধর্মান্তরিত করার পর এক মহিলাকে বিয়ে করেছিল, সে। পরে তাকে ডিভোর্স করে। মহিলাদের সঙ্গে সম্পর্ক পাতিয়ে তারপর তাদের ব্ল্যাকমেল করত ওই ব্যক্তি। ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে মহিলাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিত। একাধিক মহিলা পুলিশের কাছে একথা জানালেও সমীরের বিরুদ্ধে এফআইআর করতে চাননি।‘‘
তল্লাশির সময় অভিযুক্তের বাড়ি থেকে সাতনা ও রেওয়া এলাকার সাংসদ ও বিধায়কদের নামে ছাপানো ভুয়ো লেটারহেড উদ্ধার করেছে পুলিশ। ট্রেনের বুকিংয়ের সময় ওই ভিআইপিদের নামে ছাপানো ভুয়ো লেটারহে়ড কাজে লাগাত সে।
গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
কিশোরীকে ২ বছর ধরে ধর্ষণ,পুলিশের জালে ব্যবসায়ী, আরও ৬ মহিলার সঙ্গে একই কাজ করেছেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 07:13 PM (IST)
গত শুক্রবার, ১১ সেপ্টেম্বর কোলাগাঁও পুলিশের কাছে ওই কিশোরীর অভিযোগ করে বলে জানিয়েছেন সাতনার পুলিশ সুপার রিয়াজ ইকবাল। ওই কিশোরীর কাছে সমীর বলে নিজের পরিচয় দেয় অভিযুক্ত। সমীর ওরফে আতিক নামের ওই ব্যক্তিকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -