দক্ষিণ ২৪ পরগনা: এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার নরেন্দ্রপুরের খুড়িগাছিতে। মৃতদেহ নিয়ে পথ অবরোধ। ভাঙচুর অভিযুক্ত যুবকের বাড়ি।


স্থানীয় সূত্রে দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রতারণার অপমানে আত্মঘাতী হয় ওই কিশোরী। মৃতের পরিবার সূত্রে খবর, স্থানীয় তৃণমূল নেতা রামবিলাস সাউয়ের ছেলে সুরজ সাউয়ের (২৩) সঙ্গে সম্পর্ক ছিল কিশোরীর (১৭)।


কিছু দিন তারা লিভ-ইনও করে। হঠাৎ বিয়ে করতে অস্বীকার করেন সুরজ। যুবকের বাবার কাছে বিয়ের কথা বলতে গেলে হুমকি দেন তিনি। শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে আত্মঘাতী হয় কিশোরী।


আত্মঘাতী কিশোরীর মা বলেন, আমার মেয়ের সঙ্গে অভিযুক্ত ছেলেটির সম্পর্ক ছিল। অভিযুক্তের বাবা উনি পুলিশের ভয় দেখান। মেয়ে চুপচাপ থাকত খেত না। উপযুক্ত শাস্তি হোক।


ঘটনা জানাজানি হতেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কিশোরীর মৃতদেহ নিয়ে খুড়িগাছি মোড়ে সোনারপুর-গঙ্গাজোয়ারা রোড অবরোধ করেন তাঁরা৷


দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা রঞ্জন বৈদ্য বলেন, এটা রাজনৈতিক বিষয় নয়। উপযুক্ত শাস্তি হোক।


কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সুরজকে আটক করেছে পুলিশ৷ নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবকের বাবা তথা স্থানীয় তৃণমূল নেতা।