মুম্বই: বয়ফ্রেন্ডকে নিয়ে সে তখন শোয়ার ঘরে। এদিকে মা আচমকা বাড়ি এসে পড়েছেন। ভয়ের চোটে জানালা দিয়ে নীচে লাফিয়ে পড়ে পা ভেঙেছে এক কিশোরী। মুম্বইয়ের বেল বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে বাড়ি ছিলেন না ১৭ বছরের ওই কিশোরীর মা। ২০ বছরের বয়ফ্রেন্ডকে শোয়ার ঘরে নিয়ে গিয়েছিল সে। এর মধ্যে মেয়েটি বুঝতে পারে, মা ফিরে এসেছেন। বয়ফ্রেন্ডকে তক্ষুনি পালিয়ে যেতে বলে সে তাদের একতলার ফ্ল্যাটের জানালা দিয়ে নীচে ঝাঁপিয়ে পড়ে। তাতে বাঁ পা ভেঙেছে তার। পরে মেয়েটি বাড়ির লোককে জানায়, শোয়ার ঘরে প্রেমিককে নিয়ে যাওয়ার কথা মা জানতে পারবেন ভেবে ভয়ের চোটে ঝাঁপ দেয় সে।
ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তার প্রেমিক সুনীল ঝেন্দেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ, বাড়িতে অনধিকার প্রবেশ ও পক্সো আইনে মামলা করা হয়েছে।
প্রেমিককে দেখে ফেলবে মা, ভয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ল কিশোরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2020 02:20 PM (IST)
পরে মেয়েটি বাড়ির লোককে জানায়, শোয়ার ঘরে প্রেমিককে নিয়ে যাওয়ার কথা মা জানতে পারবেন ভেবে ভয়ের চোটে ঝাঁপ দেয় সে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -