কলকাতা: আরও একবার স্বপ্নভঙ্গ। পরপর ২ বার বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া ভারতের। দারুণ শুরু করেও শেষটা ভাল হল না উইম্যান ইন ব্লুর। গ্রুপ লিগে টানা জয়। সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক বলও না খেলেই ফাইনালের টিকিট পাকা করা। এরপর স্বাভাবিক ভাবেই উচ্চাশা তৈরি হয়েছিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয় করবে ভারতের মহিলা ক্রিকেট দলও। তবে সেই আশা নিরাশায় পরিণত হত বেশি দেরি হল না। অজি ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং আর ভারতীয় ব্যাটিংয়ের বিপর্যয়েই লেখা হয়ে গেল ভাগ্যলিখন। ৮৫ রানে হার ভারতের। আর অন্যদিকে এই নিয়ে পাঁচ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার মহিলা দলের।


এতো কাছে গিয়েও যে ট্রফি থেকে বহু দূর চলে যেতে হবে তা জানা ছিল না ষোড়শী শেফালির। ভারতীয় টপ অর্ডারের এক একটা উইকেট যেন স্বপ্নকে কফিন বন্দি করে দেওয়া এক একটা পেরেক। শেফালি বর্মা কাঁদছে। আনন্দ থেকে হঠাতই যেন বিষাদের সুর বাজতে লাগল ভারতীয় ডাগআউটে। পরিস্থিতি আরও থমথমে হল এবং অবশেষে বিশ্বজয়ের সলিল সমাধি।





ফাইনালের বিফলতা (২ রান) বাদ দিলে গোটা বিশ্বকাপের বাকি ৪ ইনিংসে ১৬১ রান রয়েছে শেফালির। স্ট্রাইকরেটেও নজরকাড়া। অনেকে তার সঙ্গে বীরেন্দ্র সেহবাগের তুলনাও করছেন। ১৬ বছর ৪০ দিন বয়েসের এই মেয়ের লড়াইয়ের প্রশংসা করেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শুধু শেফালিই নন, সদ্য সমাপ্ত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গোটা ভারতীয় দল যেভাবে পারফর্ম করেছে তাতে উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট। আজ না পারলেও, একদিন নিশ্চিত জয় হবেই, প্রত্যয়ী সৌরভ। বোর্ড প্রেসিডেন্টের ট্যুইট, “ভালো খেলেছ। পরপর ২টি বিশ্বকাপের ফাইনালে, কিন্তু আমরা হেরেছি। আমরা নিশ্চিত একদিন জিতব। দল ও ক্রিকেটারদের আমার ভালবাসা।”





একই কথা বিরাট কোহলিরও। ট্যুইটে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিরাট লিখেছেন, “আমি আত্মবিশ্বাসী, তোমরা ঘুরে দাঁড়াবেই।”