লন্ডন: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও টাইম ম্যাগাজিনের প্রথম কিড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। ১৫ বছরের গীতাঞ্জলি দূষিত পানীয় জল থেকে সাইবারবুলিং- নানা ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগে সাফল্য পেয়েছে।
গীতাঞ্জলি থাকে আমেরিকার কলোরাডোয়। ৫,০০০ মনোনীত প্রার্থীর মধ্যে সে নির্বাচিত হয়েছে কিড অফ দ্য ইয়ার। টাইম ম্যাগাজিনের জন্য তার সাক্ষাৎকার নিয়েছেন বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
গীতাঞ্জলি সাইবারবুলিং রুখতে একটি অ্যাপ তৈরি করেছে, পাশাপাশি পানীয় জলের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে সে। সাক্ষাৎকারে সে বলেছে, ১০ বছর বয়স থেকে সে ডেনভার ওয়াটার কোয়ালিটি রিসার্চ ল্যাবে কার্বন ন্যানোটিউব সেন্সর টেকনোলজি নিয়ে কাজ করতে চায়। ১১ বছর বয়সে সে জিতে নেয় ডিসকভারি এডুকেশন ৩এম সায়েন্টিস্ট চ্যালেঞ্জ, ফোর্বসের ৩০ আন্ডার ৩০ তালিকাতেও জায়গা পায় তার উদ্ভাবনী শক্তির জন্য। সে কাইন্ডলি নামে একটি অ্যাপ তৈরি করেছে, যা প্রাথমিকভাবে সাইবারবুলিং সনাক্ত করতে পারে। সে আরও একটি অ্যাপ বানিয়েছে, নাম টেথিস। তা দিয়ে কার্বন ন্যানোটিউবের মাধ্যমে জলে দূষণের পরিমাপ করা যায়।
২০১৮ সালে সে জেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি প্রেসিডেন্টস এনভায়রনমেন্টাল ইউথ অ্যাওয়ার্ড।
ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি টাইম ম্যাগাজিনের প্রথম কিড অফ দ্য ইয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2020 12:37 PM (IST)
৫,০০০ মনোনীত প্রার্থীর মধ্যে সে নির্বাচিত হয়েছে কিড অফ দ্য ইয়ার।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -