পানাজি: কর্ণ জোহরের সংস্থাকে ধর্ম প্রোডাকশনসকে অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেন গোয়ার আবর্জনা নিয়ন্ত্রক মন্ত্রী মাইকেল লোবো। অন্যথায় মুম্বইয়ের এই প্রযোজক সংস্থার উপর জরিমানা আরোপ করা হবে বলে জানান তিনি। লোবো বলেন, সবার প্রথমে সংস্থার ডিরেক্টর, কর্ণধাররা গোয়ার মানুষের কাছে ক্ষমা চান। তাঁরা ফেসবুকে একটি ক্ষমা প্রার্থনা করে নিজেদের ভুল স্বীকার করে নিন। যদি তা না হয় ,তাহলে সরকারের তরফে ধর্মা প্রোডাকশনসের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে'।


সম্প্রতি শকুন বাত্রা  পরিচালিত একটি ছবির শুটিংয়ের জন্য গোয়া গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনসের তত্ত্বাবধানে চলছিল কাজ। সেখানেই শুটিং করতে গিয়ে গোয়ার গ্রামে জঞ্জালে ভরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্ণের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। জানা গিয়েছে শ্যুটিংয়ের পর ইউনিটের তরফে ব্যবহার করা পিপিই কিট, মাস্ক, প্লাস্টিকের থালা পর্যন্ত ফেলা হয়েছে। আবর্জনা ভরতি সেই এলাকার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই এবার বিপাকে পড়েছেন কর্ণ। ভাইরাল ছবি-ভিডিও দেখে বেজায় চটেছে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ পাণ্ডুরঙ্গ সাবন্তের সরকার। যার জেরে বলিউডের এই ডাকসাইটে প্রযোজনা সংস্থাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নতুবা মোটা জরিমানা গুনতে হতে পারে প্রযোজনা সংস্থার কর্তা কর্ণকে।

এনভায়রনমেন্ট সোসাইটি অফ গোয়া নোটিস পাঠিয়েছে ধর্মা প্রোডাকশনসের লাইনস প্রোডিউসারকে। রাজধানী পানাজি থেকে মাত্র ১০ কিমি দূরত্বে অবস্থিত এই নেরুল গ্রাম যেখানে শুটিং চলছিল। লোকাঞ্চো একভোট্ট গোয়া নামে এক পরিবেশপ্রেমী সংস্থাও এই ইস্যু নিয়ে সরব হয়। কর্ণ জোহরকে ক্ষমা চাইতে বলার পাশাপাশি তারা স্পষ্ট এও জানিয়ে দেয় যে ক্ষমা না চাইলে এই আবর্জনা কুরিয়রের মাধ্যমে জোহরের মুম্বইয়ের অফিসে পাঠিয়ে দেবেন তাঁরা। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানেও এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন,  ‘এটা একেবারেই অনুচিত কাজ, প্রকাশ্যে আবর্জনা এইভাবে ফেলে দেওয়া। যখন ফিল্মের শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়, তখন এই শর্ত থাকা বাধ্যতামূলক যে সংশ্লিষ্ট সংস্থা আবর্জনাগুলির সঠিক বন্দোবস্ত করবে’।

বিষয় নিয়ে কঙ্গনা রানাওয়াতও কটাক্ষ করতে ছাড়েননি কর্ণ জোহর ও ধর্মা প্রোডাকশনসকে। পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকরকে ট্যাগ করে টুইটারে অভিনেত্রী লেখেন- ‘মুভি ইন্ডাস্ট্রি শুধু একটা ভাইরাস নয় যা আমাদের সংস্কৃতি ও নৈতিক আদর্শকে ধ্বংস করছে বরং এটা তো এখন ধ্বংসাত্মক হয়ে উঠেছে পরিবেশের জন্যও, প্রকাশ জাভেড়করজি এবং পরিবেশ মন্ত্রক তথাকথিত বড় প্রযোজক সংস্থার এই জঘন্য, নোংরা, দায়িত্বজ্ঞানহীন কাজগুলো দয়া করে দেখুন। সাহায্য করুন’।

যদিও ধর্ম প্রোডাকশনসের লাইনস প্রোডিউসার দিলীপ বোরকারের দাবি, স্থানীয় পঞ্চায়েত যে জায়গা নোংরা ফেলার জন্য নির্দিষ্ট করে সেখানেই তাঁরা আবর্জনা ফেলতেন। কিন্তু রবিবার ময়লা পরিষ্কারের লোক না আসায় তা সেখানেই পড়ে থাকে, আর তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।