Continues below advertisement

 Breaking News : গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড (Goa Nightclub Fire)। ঝলসে মৃত্যু ২৩ জনের, অগ্নিদগ্ধ আরও ৫০। মৃতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৯ জন নাইট ক্লাবের কর্মী রয়েছেন বলে খবর। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী থেকে বিস্ফোরণ

Continues below advertisement

দমকলের অনুমান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পিছনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। তবে এর পাশপাশি অন্য কারণগুলিও খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ইতিমধ্যেই এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী।

Goa Nightclub Fire : কত জন মারা গেছেন

উত্তর গোয়ার আরপোরা গ্রামে একটি নাইটক্লাবে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন কর্মচারী নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার পিটিআইকে জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। এএনআই-এর এক প্রতিবেদন অনুযায়ী পুলিশের তরফে বলা হয়েছে, "কমপক্ষে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারীও রয়েছেন।" 

শ্বাসরোধ হয়ে মৃত

গোয়ার পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গেছেন, অন্যরা শ্বাসরোধ হয়ে মারা গেছেন। পুলিশ আরও জানিয়েছে, সেই সময় ক্লাবে উপস্থিত বিপুল সংখ্যক লোক পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছিল। নিহতের মধ্যে ২০ জন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এটিকে "গভীর দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করে তিনি বলেন, নিরাপত্তার মানদণ্ডে কোনও অবহেলা পাওয়া গেলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন. যারা ছুটি কাটাতে গোয়া এসেছিলেন।

Goa Nightclub Fire: উদ্ধার অভিযান সারা রাত ধরে অব্যাহত ছিল, অনেকেই রক্ষা পেয়েছেন

এই ঘটনায় উদ্ধারকাজে দমকল ও পুলিশের দল রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে। ধোঁয়া ও তীব্র আগুনের কারণে উদ্ধারের চেষ্টা কিছুটা ব্যাহত হয়েছে। তবে সময়মতো বহু লোককে সরানো গেছে। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো রাত লেগেছে এবং একই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য এখন সমস্ত নাইটক্লাবে একটি বিশেষ অগ্নি নিরাপত্তা অডিট করা হবে।