বড়দিনে সান্তা সেজে আইনভঙ্গকারীদের লজেন্স দিল গোয়া পুলিশ, সঙ্গে সচেতনতার বার্তা
Web Desk, ABP Ananda | 25 Dec 2019 02:57 PM (IST)
"আমরা যাদেরই ট্রাফিক আইন ভাঙতে দেখছি, তাদেরই সুরক্ষার পাঠ দিচ্ছি। এই উৎসবে আমরা অন্যভাবে আমাদের বার্তা পৌঁছে দিতে চাইছি।", জানিয়েছেন, পানাজি পুলিশ ইনসপেকটর ব্র্যানডন ডিসুজা।
পানাজি: ট্রাফিক আইনভঙ্গকারীদের সচেতন করতে বড়দিনে এক অভিনব উদ্যোগ নিল গোয়া পুলিশ। পুলিশ সাজল সান্তার সাজে। বাইক আরোহীদের হাতে লজেন্স দিয়ে সচেতন করল ট্রাফিক আইন সম্পর্কে। "আমরা যাদেরই ট্রাফিক আইন ভাঙতে দেখছি, তাদেরই সুরক্ষার পাঠ দিচ্ছি। এই উৎসবে আমরা অন্যভাবে আমাদের বার্তা পৌঁছে দিতে চাইছি।", জানিয়েছেন, পানাজি পুলিশ ইনসপেকটর ব্র্যানডন ডিসুজা। তিনি আরও বলেন, অনেকেই হেলমেট না পরে গাড়ি চালান। কারও হেলমেটে আবার আইএসআই মার্ক নেই। সেউ আবার গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগান না। এরকম অনেককেই পেয়েছি আমরা। জনৈক যাত্রী জানালেন, এভাবে বাইক আরোহীদের সচেতন করার পদ্ধতিটি নিঃসন্দেহে অভিনব এবং প্রশংসনীয়। এমনিতেই উৎসবের দিনে পুলিশের কাজের চাপ অনেক বেশি থাকে। তার মধ্যে আবার সান্তা সেজেই বড়দিনে সকলের কাছে ট্রাফিক আইন বোঝানোর উদ্যোগ নিঃসন্দেহে তারিফযোগ্য।