গোয়ালপোখর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পথ দুর্ঘটনা।ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির।ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের, আহত ২। জানা গেছে, সৃজাপুর থেকে ছোট গাড়িতে করে পাঁচজন ইসলামপুর শহরে এসছিল।  জিনিসপত্র  কেনাকাটা করে গভীর রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই   কাঞ্জিভারার পুলিশ ফাঁড়ি থেকে খানিক দূরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে ওই গাড়িটি। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়ির আরোহীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজন চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুরের মাঝে ভীমডাঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। গত মাসের শেষ দিন গভীর রাতে ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরেছিল একটি গাড়ির। জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অভিশপ্ত ওই গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির ৩ আরোহীর মৃত্যু হয়েছিল।গুরুতর জখম গাড়ি চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।অত্যধিক গতিতে চলা গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ সুত্রে জানা গিয়েছিল যে,   মৃতদের মধ্যে একজন বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ। মৃত  অয়ন চন্দ, রাহুল ঘোষ এবং জয় গোপাল দত্ত  তিন জনেরই বাড়ি ইসলামপুরের ক্ষুদিরামপল্লীতে। পুলিশ মৃতদেহগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়সূত্রে জানা গিয়েছিল, ইসলামপুরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা  বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ সহ স্থানীয় রাহুল ঘোষ ও জয় গোপাল দত্ত একটি গাড়িতে শিলিগুড়ি গিয়েছিলেন। রাতে শিলিগুড়ি থেকে তারা ইসলামপুরে বাড়ি ফিরছিলেন। চোপড়া ও ইসলামপুরের মাঝামাঝি  ভীমডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পেছনে তাদের গাড়িটি সজোরে  ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত হয় গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ।  মৃতদেহ তিনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ইসলামপুর পুরসভার পুর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল ইসলামপুরে।