নয়াদিল্লি:  দেশজুড়ে পালিত হচ্ছে ৭১ তম প্রজাতন্ত্র দিবস। আর এই উপলক্ষ্যে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে মাথায় রেখে নিজস্ব ঢঙে বিশেষ শ্রদ্ধা ও অভিনন্দন জানাল গুগল। রবিবার প্রজাতন্ত্র দিবসের বিশেষ ‘ডুডল’ প্রকাশ করে ভারতকে উৎসর্গ করল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা।
ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস-- সবকিছুই জায়গা পেয়েছে ডুডলে। সেখানে রাখা হয়েছে তাজ মহল থেকে ইন্ডিয়া গেট। তেমনই রয়েছে জাতীয় পক্ষী ময়ূর। রয়েছে ভারতীয় ধ্রুপদী শিল্পের ঝলক। এছাড়া রয়েছে-- বস্ত্রশিল্প, নৃত্য। সিঙ্গাপুরের শিল্পী মিরো শেঠ এই ডুডলের নকশা করেছেন বলে জানা গিয়েছে। তিনি ভারতের বিশাল ঐতিহ্যকে দারুনভাবে একসূত্রে গেঁথেছেন। একটা ক্যানভাসেই সব ফুটিয়ে তুলেছেন।
গতবছর, ২৬ জানুয়ারি গুগল যে প্রজাতন্ত্র দিবস ডুডল বানিয়েছিল, তাতে রাষ্ট্রপতি ভবনের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী জায়গাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছিল। ওই ডুডলের নকশা করেছিলেন শিল্পী ঋষিদেব। প্রসঙ্গত, আজকের দিনেই প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল ভারত। আজকের দিনই স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল।