Google: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পর আরও কড়া গুগল কর্তৃপক্ষ। এবার ছাঁটাই হওয়া কর্মীদের যা প্রাপ্য অর্থাৎ ক্ষতিপূরণ কিংবা অন্যান্য যেসমস্ত টাকাপয়সা পাওয়ার কথাও সেটাও দেবে না বলে জানিয়েছেন গুগল (Google) সংস্থা। এর পাশাপাশি বাতিল করা হবে আগে থেকে অনুমোদন নেওয়া ছুটির টাকাও। সেই তালিকায় রয়েছে মেডিক্যাল লিভ এবং মাতৃত্বকালীন ছুটিও। মেডিক্যাল লিভ এবং মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন যেসমস্ত কর্মী ছাঁটাই হয়েছেন তাঁদের অভিযোগ গুগল কর্তৃপক্ষ তাঁদের ওই নির্দিষ্ট সময়ের টাকা দিতে রাজি হয়নি। ইতিমধ্যেই ১০০-র বেশি ছাঁটাই হওয়া কর্মী গুগল সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন এই বিষয়ের উল্লেখ করে।


গুগলের সিইও সুন্দর পিচাই এবছর জানুয়ারি মাসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। তারপরেই শুরু হয়েছিল আতঙ্ক। গুগলে কর্মী ছাঁটাই শুরু হওয়ার পর দেখা গিয়েছে, বেশ কিছু কর্মী তাঁদের ছুটিতে থাকাকালীন সময়ে ছাঁটাই হয়েছেন। কেউ হয়তো ছুটিতে বেড়াতে গিয়েছিলেন, কেউ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ছুটিতে ছিলেন, অনেকে ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। তাঁদের অনেকেই ছাঁটাই হয়েছেন। আর সেই ছুটিতে থাকাকালীন সময়েই তাঁদের ছাঁটাই করা হয়েছে। আর সেই সময়ের টাকা কর্মীদের দিতে রাজি হচ্ছে না গুগল সংস্থা। 


কিছুদিন আগেই গুগল সংস্থাকে চিঠি লিখেছেন কর্মীরা


গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণার পরই এবার কোম্পানির সিইওকে খোলা চিঠি লিখল কর্মীরা। সুন্দর পিচাইকে লেখা চিঠিতে রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি। কোম্পানির কর্ণধারকে লেখা চিঠিতে গুগলের কর্মীরা বলেছেন, এখন তাদের চাকরি গেলেও ভবিষ্যতে কোম্পানিতে পুনরায় নিয়োগের ক্ষেত্রে যেন ছাঁটাই কর্মীরা অগ্রাধিকার পান। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, চিঠিতে নিয়োগ বন্ধের প্রসঙ্গ তুলেছেন কর্মীরা। এছাড়াও ইউক্রেনের মতো মানবিক সঙ্কটে থাকা দেশগুলোতে কর্মচারীদের ছাঁটাই না করারও আবেদন জানিয়েছে কর্মচারীরা। খোলা চিঠিতে কর্মচারীরা গুগলের সিইওকে বলেছেন, কোনও কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিলে তাদের যেন সম্পূর্ণ নোটিস পিরিয়ড সার্ভ করার অনুমতি দেওয়া হয়। এমনিতেই ইউক্রেনের মতো দেশগুলিতে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে চাকরি হারানো ব্যক্তিকে যেন ভিসা বা  অতিরিক্ত সাহায্য় দেওয়া হয়। জানুয়ারিতে, অ্যালফাবেট ঘোষণা করেছিল মহামারীর পর আর্থিক মন্দার আতঙ্ক রয়েছে কোম্পানির ওপর। এক্ষেত্রে প্রায় ৬ শতাংশ কর্মী কমিয়ে দেবে কোম্পানি। এরপরই গুগলে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল। 


আরও পড়ুন- আগামী মাসে ফের ভারতে লঞ্চ হতে পারে পোকো'র নতুন ৫জি ফোন, কোন মডেল আসতে পারে দেশের বাজারে?