কলকাতা: করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে গোটা বিশ্ব এখন এককাট্টা। পিছিয়ে নেই গুগলও। করোনা যোদ্ধাদের সম্মানে গুগল তৈরি করেছে একটি বিশেষ সিরিজ, তাতে সাধারণ মানুষকে এই মারণ ব্যাধি থেকে বাঁচতে টিপস দিয়েছে তারা।


আজও একটি বিশেষ ডুডল বানিয়ে তারা করোনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে। প্রতিটি অক্ষরকে আলাদা চরিত্র দিয়ে দিয়েছে বিশেষ বার্তা। যেমন গুগল-এর জি অক্ষরে তারা বই পড়া বোঝাচ্ছে, ও অক্ষরে গান গাওয়া। আবার অন্য ও বাজাচ্ছে গিটার। দ্বিতীয় জি ফোনে ব্যস্ত। এল ঘরেই ব্য়ায়াম করছে, ই ফোনে বলছে কথা। এই ডুডলের মাধ্যমে করোনার এই সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছে তারা।

ডুডলে ক্লিক করলে হিন্দিতেও পাওয়া যাবে এই টিপস। তাতে লেখা, ঘরে থাকুন, নিরাপদ দূরত্ব রাখুন, বারবার হাত পরিষ্কার করুন, কাশি হলে মুখ ঢাকুন। অসুস্থ? এখনই ফোন করুন হেল্পলাইন নাম্বারে।