কৃষক বিক্ষোভ বন্ধের আবেদন, ৩ ডিসেম্বর আলোচনার ডাক কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2020 10:14 PM (IST)
দিল্লি চলোর ডাক দিয়ে কৃষক সংগঠনগুলি রাজধানীর দিকে এগতে গেলে হরিয়ানা-দিল্লি সীমান্তেই সিংঘুতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
NEXT
PREV
নয়াদিল্লি: নয়া কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নামা নয়াদিল্লিমুখী পঞ্জাব, হরিয়ানার কৃষকদের আন্দোলনে ইতি টানার আবেদন করে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কোভিড-১৯ অতিমারী ও শীতের মরসুমের উল্লেখ করে তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকার সবসময়ই কৃষকদের সঙ্গে তাঁদের সমস্যাগুলি নিয়ে কথা বলতে তৈরি। আমরা ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলিকে আরেক দফা বৈঠকের আমন্ত্রণ পাঠিয়েছি। দিল্লি চলোর ডাক দিয়ে কৃষক সংগঠনগুলি রাজধানীর দিকে এগতে গেলে হরিয়ানা-দিল্লি সীমান্তেই সিংঘুতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রামলীলা ময়দানে তাদের জমায়েত করার প্ল্যান ভেস্তে দেওয়া হয়। বিক্ষোভরত চাষিরা ক্ষোভ উগরে দেন হরিয়ানা সরকারের বিরুদ্ধে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -