নয়াদিল্লি: ২১ দিনের লকডাউনের ষষ্ঠ দিনে সোমবার দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যাবৃদ্ধি অব্যাহত। আজ এখনও পর্যন্ত করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা ১১৯০। মৃত্যু হয়েছে ২৯টি। সুস্থ হয়ে উঠেছেন ১০২ জন। এর মধ্যেই কাজ হারিয়ে দূর দূর রাজ্য থেকে গ্রামমুখী বিপুল সংখ্যক অসংগঠিত শ্রমিকরা। তাদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর শঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারমন্ত্রক অভয় দিল, ভারতে এখনও করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ হয়নি। ভারত এখনও স্থানীয় স্তরে সংক্রমণের পর্বেই আটকে রয়েছে।
মিডিয়ায় সম্প্রচারিত কিছু রিপোর্টে সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের উল্লেখ করে বলা হয়েছিল, দেশ এখন স্থানীয় সংক্রমণ স্তরে আছে, যদিও একেবারে সীমিত গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কোভিড ১৯ এর। কিন্তু সেই রিপোর্ট খারিজ করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারমন্ত্রকের সচিব লব আগরওয়াল। তিনি কী বলেছেন, শুনুন