নয়াদিল্লি: আয়কর রিটার্ন পেশ করার মেয়াদ বাড়ল। ২০১৫-২০১৬ র ট্যাক্স রিটার্ন (অ্যাসেসমেন্ট বছর ২০১৬-২০১৭) জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। কিন্তু শুক্রবারের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ব্যবসায়িক কাজকর্ম না হওয়ায় রিটার্ন পেশ করার সময়সীমা বাড়িয়ে ৫ আগস্ট করা হল। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সময়সীমার মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া এক ট্যুইটে বলেছেন, আজকের ব্যাঙ্ক ধর্মঘট ও কাশ্মীরের অশান্তির জেরে আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।