বার্লিন: জাতীয় দলের হয়ে আর খেলবেন না জার্মানির অধিনায়ক বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। শুক্রবার তিনি অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

 

ট্যুইটারে এই মিডফিল্ডার লিখেছেন, ‘আমাকে আর জাতীয় দলে না নেওয়ার কথা কোচকে জানিয়ে দিয়েছি। কারণ, আমি সরে দাঁড়াতে চাই। ২০১৪ বিশ্বকাপ জিতে আমরা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি। এই সাফল্য আমাদের কাছে আবেগের ছিল। আমার কেরিয়ারে সেই সাফল্যের পুনরাবৃত্তি সম্ভব নয়। তাই সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য সতীর্থদের শুভেচ্ছা জানাচ্ছি।’

 

১ অগাস্ট ৩২ বছরে পা দেবেন সোয়াইনস্টাইগার। তার ঠিক আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। ২০০৪ সালের জুন মাসে হাঙ্গেরির বিরুদ্ধে জার্মানির সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। চারটি ইউরো কাপ এবং তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ম্যাচ সংখ্যা ১২০। গোল করেছেন ২৪ টি। ২০১৪ বিশ্বকাপ জয়ই তাঁর সেরা সাফল্য।

 

জাতীয় দলের হয়ে এবারের ইউরো কাপেই শেষ ম্যাচ খেলেছেন সোয়াইনস্টাইগার। তাঁর শেষটা ভাল হয়নি। সেমিফাইনালে ফ্রান্সের কাছে ০-২ গোলে হেরে ইউরো কাপ থেকে হতাশাজনকভাবে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। এই ব্যর্থতায় হতাশ সোয়াইনস্টাইগার।

 

গত মরশুম থেকেই হাঁটুর চোটে কাবু ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। এবারের ইউরো কাপে তাঁর খেলা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। যদিও শেষপর্যন্ত তিনি খেলেন। চোটই তাঁর অবসর ত্বরান্বিত করল বলে মনে করছে ফুটবল মহল।