নয়াদিল্লি: দু বারের অলিম্পিক মেডেল জয়ী সুশীল কুমারও এবার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে আওয়াজ তুললেন।
সুশীল বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনের ব্যাপারে ভাল কোনও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া যাতে কৃষকরা খুশি হতে পারেন। একটা কথা কোনও অবস্থাতেই ভুলে গেলে চলবে না গোটা দেশের মানুষের মুখে খাবার তুলে দেন এই কৃষকরাই। তাই এঁদের রাগ ও ক্ষোভকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে। এঁদের দাবিগুলি মানবিকতার সঙ্গে বিবেচনা করতে হবে।
বিষয়টি আরও খানিক ব্যাখ্যা করে সুশীল বলেন, কৃষকরা যে আন্দোলনটা করছেন তা কিন্তু বেশ অনেকদিন হয়ে গেল। একটা কারণ তো নিশ্চয়ই আছে। না হলে এতজন কৃষিজীবী মানুষ ঘরদোর ছেড়ে এসে পথে দিনের পর দিন বসে এমন একটা আন্দোলন করছেন কেন! অথচ গোটা দেশের মানুষের খাদ্য সংস্থান করে থাকেন এই মানুষগুলোই। তাই তাঁদের কথা শুনতেই হবে। আর তাঁদের তোলা দাবি মাথায় রেখে দ্রুত সমস্যার নিষ্পত্তি ঘটাতে হবে।
প্রসঙ্গত কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্ত এলাকায় প্রায় দু সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন কয়েক হাজার কৃষক। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বহু রাজ্যের কৃষকরা যোগ দিয়েছেন এই কৃষক বিক্ষোভ অভিযানে। সোনম কাপুর, প্রিয়ঙ্কা চোপড়া, সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ নানা ফিল্ডের নামী মানুষ আগেই কৃষকদের সমর্থন জানিয়েছেন। এ বার যুক্ত হল অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের নামও।
Farmers Agitation: মুখে খাবার তুলে দেন, কৃষকদের রাগ, ক্ষোভ সহানুভূতির সঙ্গে দেখতে হবে, দাবি অলিম্পিক মেডেল জয়ী সুশীল কুমারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Dec 2020 05:09 PM (IST)
বিষয়টি আরও খানিক ব্যাখ্যা করে সুশীল বলেন, কৃষকরা যে আন্দোলনটা করছেন তা কিন্তু বেশ অনেকদিন হয়ে গেল। একটা কারণ তো নিশ্চয়ই আছে। না হলে এতজন কৃষিজীবী মানুষ ঘরদোর ছেড়ে এসে পথে দিনের পর দিন বসে এমন একটা আন্দোলন করছেন কেন!
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -