নয়াদিল্লি: করোনা-লকডাউনের জেরে প্রবাসে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে মাথাপিছু ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা করে ধার্য করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, ইংল্যান্ড থেকে দেশে ফিরতে চাওয়া যাত্রীদের থেকে ৫০ হাজার টাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাঁরা ফিরবেন, তাঁদের থেকে ১ লক্ষ টাকা করে নেওয়া হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী, এয়ার ইন্ডিয়া ও তার অধীনস্থ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগামী ৭ থেকে ১৩ মে এই বিশেষ ফ্লাইটগুলি চালাবে। আনুমানিক ১৪ হাজার ভারতীয় যাঁরা করোনাভাইরাস লকডাউনের জেকে বিদেশে আটকে পড়েছেন, তাঁদের ফেরত আনা হবে।
পুরী বলেন, লন্ডন-মুম্বই, লন্ডন-বেঙ্গালুরু ও লন্ডন-দিল্লি ফ্লাইটের ভাড়া ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা। অন্যদিকে, শিকাগো-দিল্লি-হায়দরাবাদ ফ্লাইটের ভাড়া ধার্য হয়েছে ১ লক্ষ টাকা। কেন্দ্রীয় সূত্রের খবর, যাত্রীদের বলা হয়েছে, দূরত্ব অনুযায়ী, নিজেদের বিমান ভাড়া বহন করতে। যেমন, দুবাই-দিল্লি ফ্লাইটের ভাড়া ৩৪ হাজার রাখা হয়েছে। আবার ঢাকা-দিল্লি বিমানভাড়া হবে ১২ হাজার টাকা।
জানা গিয়েছে, মোট ৬৪টি ফ্লাইটে করে নিয়ে আসা হবে। এর মধ্যে ১৫টি কেরল, তামিলনাড়ু ও দিল্লিতে ১১টি করে, মহারাষ্ট্র ও তেলঙ্গনায় সাতটি করে এবং বাকিগুলি পাঁচটি অন্য রাজ্য থেকে রওনা দেবে। আধিকারিকরা জানিয়েছেন, মোট ১২টি দেশ থেকে ভারতীয়দের ফেরত আনা হচ্ছে। এগুলি হল-- সংযুক্ত আরব আমিরশাহি, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন্স ও বাংলাদেশ। ফেরার পর যাত্রীদের বাধ্যতামূলক ১৪-দিনের কোয়ারান্টিনে থাকতে হবে।
প্রসঙ্গত, করোনা-আতঙ্কের জেরে এই মুহূর্তে দেশে যাবতীয় বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। মৃত্যুর সংখ্যা ১৭০০ ছুঁই-ছুঁই।