মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে এই বহুতলে। সঙ্গে সঙ্গেই সেখানে দমকল ও অ্যাম্বুলেন্স পৌঁছয়। আগুন ছড়িয়ে পড়া আটকাতে প্রায় দু’ঘন্টা সময় লাগে দমকলের। নীচের তলায় পার্কিং করে রাখা বেশ কিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
শারজা সিভিল ডিফেন্সের এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯.৪০ মিনিটে আগুন লাগার খবর পৌঁছয়। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। তিনি আরও জানান, নীচের তলায় আগুন লাগার পর তা পুরো টাওয়ারে ছড়িয়ে পড়ে।
৪৭ তলাবিশিষ্ট অ্যাবকো টাওয়ার থেকে সকল বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, টাওয়ার সংলগ্ন রেস্তোরাঁ থেকে আগুন লেগে থাকতে পারে। নিরাপত্তার জন্য আশপাশের আরও পাঁচটি বহুতলও সম্পূর্ণ খালি করা হয়েছে।