রাজ্যপাল লিখেছেন, বিরোধীরা এমন ব্যবহার করছে যেন শকুন মৃতদেহের জন্য অপেক্ষা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ব্যথিত। মাথার ওপর ছাদ ভেঙে পড়ার মতো অবস্থায় এই ধরনের রাজনীতি বন্ধ হোক। সঠিক আচরণ করতে বলে সংবাদমাধ্যমকে মমতা যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে তিনি উদ্বিগ্ন। তাঁর মতে বিভিন্ন ভাবে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। ট্যুইটে রাজ্যপালের প্রশ্ন, সংবাদমাধ্যমকে কেন ভয় দেখানো হচ্ছে? কোনও কিছুই গোপন করা উচিত নয়। স্বাধীন সংবাদমাধ্যম হল গণতন্ত্রের মেরুদণ্ড। তাদের কেন চাপে রাখা হচ্ছে?